Park Street Christmas : ক্রিসমাস ইভে পার্কস্ট্রিটমুখী হলে জেনে রাখুন এই তথ্যগুলি
বড়দিনের আগে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আজ বিকেল থেকে শুরু হবে ক্রিসমাস ইভের ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবারই আনুষ্ঠানিক ভাবে পার্কস্ট্রিটে আলোর উৎসব ও অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের সূচনা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট দিয়ে যাঁরা হাঁটবেন, তাঁরা এরপর কোন দিকে ঘুরে যাবেন তার রুট বেঁধে দিয়েছে পুলিশ।
অ্যালেন পার্ক থেকে ডানদিকে বেঁকে ক্যামাক স্ট্রিট, মি়ডলটন স্ট্রিট ধরে বেরোবেন।
তবে আজ বিকেল থেকে রাস্তা বন্ধ হচ্ছে না। ভিড় কতটা হচ্ছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে পুলিশ।
বড়দিনের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট। তৈরি হয়েছে ১১টি টাওয়ার।
প্রস্তুত রাখা হয়েছে ২টি QRT। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকছে ২০টি বাইক পেট্রোলিং।
রয়েছে ১৬টি অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও, শহরের দর্শনীয় স্থানগুলির নজরদারির দায়িত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা।
এ শহরবাসীর কাছে পার্ক স্ট্রিট এই একুশ শতকেও সাহেবপাড়া । পার্কস্ট্রিট মানেই কেক, উল্লাস, সান্তা আর বড়দিনের বড় আনন্দ।
এশিয়াটিক সোসাইটির থেকে শুরু হয়ে ভিতরের রাস্তা ধরে এগোলে আধুনিকতা ও ব্রিটিশ যুগের কলকাতার অপূর্ব সংমিশ্রণ চোখে পড়বে। এই স্বতন্ত্রতার জন্যই বড়দিনের পার্কস্ট্রিটের টানই আলাদা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -