Park Street Christmas : ক্রিসমাস ইভে পার্কস্ট্রিটমুখী হলে জেনে রাখুন এই তথ্যগুলি

Christmas carnival 2022 : এ শহরবাসীর কাছে পার্ক স্ট্রিট এই একুশ শতকেও সাহেবপাড়া । পার্কস্ট্রিট মানেই কেক, উল্লাস, সান্তা আর বড়দিনের বড় আনন্দ।

Park Street Christmas : ক্রিসমাস ইভে পার্কস্ট্রিটমুখী হলে জেনে রাখুন এই তথ্যগুলি

1/10
বড়দিনের আগে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আজ বিকেল থেকে শুরু হবে ক্রিসমাস ইভের ভিড়।
2/10
বুধবারই আনুষ্ঠানিক ভাবে পার্কস্ট্রিটে আলোর উৎসব ও অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের সূচনা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
3/10
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট দিয়ে যাঁরা হাঁটবেন, তাঁরা এরপর কোন দিকে ঘুরে যাবেন তার রুট বেঁধে দিয়েছে পুলিশ।
4/10
অ্যালেন পার্ক থেকে ডানদিকে বেঁকে ক্যামাক স্ট্রিট, মি়ডলটন স্ট্রিট ধরে বেরোবেন।
5/10
তবে আজ বিকেল থেকে রাস্তা বন্ধ হচ্ছে না। ভিড় কতটা হচ্ছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে পুলিশ।
6/10
বড়দিনের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট। তৈরি হয়েছে ১১টি টাওয়ার।
7/10
প্রস্তুত রাখা হয়েছে ২টি QRT। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকছে ২০টি বাইক পেট্রোলিং।
8/10
রয়েছে ১৬টি অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও, শহরের দর্শনীয় স্থানগুলির নজরদারির দায়িত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা।
9/10
এ শহরবাসীর কাছে পার্ক স্ট্রিট এই একুশ শতকেও সাহেবপাড়া । পার্কস্ট্রিট মানেই কেক, উল্লাস, সান্তা আর বড়দিনের বড় আনন্দ।
10/10
এশিয়াটিক সোসাইটির থেকে শুরু হয়ে ভিতরের রাস্তা ধরে এগোলে আধুনিকতা ও ব্রিটিশ যুগের কলকাতার অপূর্ব সংমিশ্রণ চোখে পড়বে। এই স্বতন্ত্রতার জন্যই বড়দিনের পার্কস্ট্রিটের টানই আলাদা।
Sponsored Links by Taboola