Kolkata School Mock Drill : যুদ্ধ লাগলে কী করতে হবে? কলকাতার স্কুলে স্কুলে মক ড্রিল, কোন কোন স্কুলে প্রশিক্ষণ?

Operation Sindoor : পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত।

কলকাতার স্কুলে স্কুলে মক ড্রিল

1/9
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মক ড্রিল নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সিভিল ডিফেন্সের ডিজি ও প্রধান সচিব। তারপরই কলকাতার বিভিন্ন স্কুলে আজ হল মক ড্রিল।
2/9
কেন্দ্রের নির্দেশ- বাংলা যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য, পাশাপাশি রয়েছে নেপাল ও ভুটান সীমান্ত। তাই এ রাজ্যের সীমান্ত সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যকে নিজের মতো করে সংবেদনশীল এলাকা চিহ্নিত করার জন্য বলা হয়েছে।
3/9
পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। এর মধ্যেই দেশজুড়ে যুুদ্ধের মহড়া।
4/9
দেশজুড়ে যুদ্ধের মহড়া। হামলার হাত থেকে বাঁচতে কী কী সাবধানতা নিতে হবে, কলকাতার বিভিন্ন জায়গায় চলল মক ড্রিল। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলে যুদ্ধ-মহড়ার ছবি।
5/9
লা মার্টিনিয়ার ফর বয়েজ, লা মার্টিনিয়ার ফর গার্লস, দুটি স্কুলেই এয়ার সাইরেন বাজিয়ে মক ড্রিল করা হয়।
6/9
স্কুল হোক বা বাড়ি, কর্মক্ষেত্র হোক বা খোলা যায়গা- যে যেখানেই থাকুন না কেন, যুদ্ধের সাইরেন বেজে উঠলে কী করতে হবে, তারই প্রস্তুতি চলল দিনভর।
7/9
বউবাজারের ফিয়ার্স লেনে সিভিল ডিফেন্সের মক ড্রিল। সকাল ৯টা নাগাদ বেজে ওঠে এয়ার সাইরেন। এছাড়াও আরও অনেকগুলি স্কুলেই দেওয়া হল যুদ্ধকালীন প্রশিক্ষণ
8/9
আচমকা হামলা হলে কী ভাবে আত্মরক্ষা করতে হবে? কীভাবে আশ্রয় নিতে হবে বাঙ্কারে, মক ড্রিলিংয়ের মাধ্য়মে বোঝানো হয় পড়ুয়াদের।
9/9
যুদ্ধের পরিস্থিতি হলে কী পদক্ষেপ? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ২৪৪টি জেলায় সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন বাংলায় স্কুলের ছেলে-মেয়েদের নিয়েই মক ড্রিল হল।
Sponsored Links by Taboola