Durga Puja 2023: রাতভর শ্রীভূমিতে দর্শকের ঢল, ডিজনিল্যান্ডে আসর জমাল কার্টুন চরিত্ররা

Kolkata Sreebhumi Durga Puja: শ্রীভূমির পুজো মানেই মানুষের ঢল। দীর্ঘ লাইন, তীব্র যানজট। তাতে কী, শ্রীভূমির উমা দর্শন না হলে যেন পুজো দেখা আনন্দটা ১৬ আনাই মাটি।

রাতভর শ্রীভূমিতে দর্শকের ঢল, ডিজনিল্যান্ডে আসর জমাল কার্টুন চরিত্ররা

1/10
শ্রীভূমির পুজো মানেই মানুষের ঢল। দীর্ঘ লাইন, তীব্র যানজট। তাতে কী, শ্রীভূমির উমা দর্শন না হলে যেন পুজো দেখা আনন্দটা ১৬ আনাই মাটি।
2/10
লেকটাউনের এই ক্রাউডপুলার পুজো পরিচিত সুজিত বসুর পুজো বলেই। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত হেভিওয়েট মন্ত্রীর সময় কাটে মায়ের কাছে। মানুষের মাঝে।
3/10
ভারতের সেলুলয়েডের স্টোরি বারবার এখানের থিম পুজোয় ধরা পড়েছে। থিম কখনও 'বাহুবলী' (২০১৭)।
4/10
কখনও আবার এখানের থিম ‘পদ্মাবত’ (২০১৮)। কখনও আবার উমার গায়ে কেজি কেজি সোনা ও হীরের গয়না (২০২১)।
5/10
আবার শহরের বুকে কখনও মাথা তুলেছে বুর্জ খলিফা। শ্রীভূমির পুজো প্যান্ডেলে রাতভর বিস্ময় চোখে লাইনে দাঁড়িয়েছে দর্শকরা।
6/10
বিগ বাজেট। জৌলুস। আলো আর শব্দের খেলা। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মানেই অন্যরকম। চমকে দিতে যার জুড়ি নেই।
7/10
থিমের পুজোয় বরাবরের ক্রাউডপুলার। উৎসবের কলকাতায় অন্যতম আকর্ষণ। লেকটাউনের এই পুজো পরিচিত মন্ত্রী সুজিত বসুর পুজো বলে।
8/10
একদিকে বিধায়ক, অন্যদিকে মন্ত্রী। তারওপর এত বড় পুজোর দায়িত্ব! বছরভর ব্যস্ততার মধ্যেই প্রতীক্ষার কাউন্টডাউন চলে পুজোর দিনগুলির জন্য। সারা বছর মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকলেও উৎসবের আবহ সেই সংযোগকে আরও নিবিড় করে। নিজের করে।
9/10
প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর হাত ধরে একদিন রাজনীতির রং চিনেছিলেন লেকটাউনের যুবক। দীর্ঘদিন সিপিএমের সঙ্গে ছিলেন। পরে যোগ দেন তৃণমূলে।
10/10
২০০৯ থেকে বিধায়ক। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রীকে হারিয়ে বিধানসভায় প্রবেশ। এখন রাজ্যের দমকলমন্ত্রী। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর অন্যতম উদ্যোক্তা। প্রতিবার সুজিত বসু আরতি করেন।
Sponsored Links by Taboola