Tallah bridge : ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ

দু’বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে দ্রুত খুলতে চলেছে টালা ব্রিজ ।

২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ

1/7
উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর, রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
2/7
২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টেই বলা হয়, মেরামতি করে লাভ হবে না। ভেঙে ফের নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ।
3/7
এরপর ২০২০-র পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙা। অবশেষে ফের নতুন রূপে চালু হতে চলেছে টালা ব্রিজ।
4/7
মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের। ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ।
5/7
১২ সেপ্টেম্বরের বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত। পুলিশ-পিডব্লুডির বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
6/7
প্রায় সাড়ে সাতশো মিটার দীর্ঘ এই সেতুটি ১২টি স্তম্ভের ওপর তৈরি। যার প্রায় ২৪০ মিটার অংশ রেলপথের ওপরে তৈরি।
7/7
৪ লেনের নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে। ব্রিজ নির্মাণের এই প্রকল্পে খরচ ৪৬৮ কোটি টাকা।
Sponsored Links by Taboola