Tallah bridge : ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ
উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর, রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টেই বলা হয়, মেরামতি করে লাভ হবে না। ভেঙে ফের নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ।
এরপর ২০২০-র পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙা। অবশেষে ফের নতুন রূপে চালু হতে চলেছে টালা ব্রিজ।
মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের। ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ।
১২ সেপ্টেম্বরের বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত। পুলিশ-পিডব্লুডির বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
প্রায় সাড়ে সাতশো মিটার দীর্ঘ এই সেতুটি ১২টি স্তম্ভের ওপর তৈরি। যার প্রায় ২৪০ মিটার অংশ রেলপথের ওপরে তৈরি।
৪ লেনের নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে। ব্রিজ নির্মাণের এই প্রকল্পে খরচ ৪৬৮ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -