Kolkata Weather News : আসছে ভয়াবহ কটাল, ফুঁসছে সাগর, তেড়েফুঁড়ে জল ঢুকবে কলকাতাতেও?
নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ অব্যাহত। সকালে ঝড়ের দাপট আরও বেড়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনদী ও সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেই আগামীকাল ষাঁড়াষাঁড়ির কটাল।
আতঙ্কিত উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
ষাঁড়াষাঁড়ি বান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এমনিতেই শুক্রবার থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে। এখনও যদি বৃষ্টি না থামে, সেই সঙ্গে যদি সমুদ্র উত্তাল হয়, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে উপকূল অঞ্চলের মানুষদের।
শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় নাগাড়ে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৪৬ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা।
গত দু’দিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। অরন্ধন উৎসবে এমনিতেই ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। ব্যাবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কি তবে ব্যবসায়ীরা ট্রলার নিয়ে বেরিয়ে পড়েছিলেন ?
ইতিমধ্যেই দুর্যোগের জেরে বাংলার বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনার খবর আসছে।
তবে এসবের মধ্যেও কলকাতার জন্য ভাল খবর। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -