Kolkata Weather: ভাসবে উত্তরবঙ্গ, বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগ! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Weather Update: হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখাও সক্রিয়।

আজও কি দিনভর বৃষ্টি? - পিটিআই

1/10
সকাল হচ্ছে বৃষ্টিভেজা। দিনভর চলছে ধারাপাত। বর্ষায় রাজ্যজুড়ে চলছে প্রবল বৃষ্টি। সপ্তাহের শেষে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
2/10
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। মন্সুন ফ্লো-র প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আজ থেকে তিন দিন অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা। প্রবল বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।
3/10
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
4/10
উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। হরিয়ানা এবং পূর্ব উত্তর প্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়।
5/10
দক্ষিণবঙ্গে আজ শনিবার সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হবে কোনও কোনও জেলাতে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে।
6/10
তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
7/10
আজ, শনিবার অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। অতি বৃষ্টির সতর্কতা ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তর দিনাজপুরেও। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে।
8/10
রবিবার অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে।
9/10
সোমবার উত্তরবঙ্গের উপরের জেলাতে অতিবৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
10/10
কেমন থাকবে কলকাতার আবহাওয়া? শনিবার বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতায়। মূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। - পিটিআই
Sponsored Links by Taboola