Kolkata Weather : আর কিছুক্ষণেই কলকাতা-হাওড়ায় আসছে তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে
মঙ্গলবার অবধি ঝড় বৃষ্টির ( Stormy Rain ) পূর্বাভাস ছিলই, তবে এদিন সকাল থেকেই শহর কলকাতায় ঝকঝকে আকাশ। কিন্তু ঘড়ির কাঁটা দুটো পেরোতেই শহরের আকাশ ঢাকল ঘন কালো মেঘে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর কিছুক্ষণের অপেক্ষা। দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির ইঙ্গিত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা শহর তো বটেই , সঙ্গে পড়শি শহর হাওড়াতেও দুর্যোগ ঘনাবে।
কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী দু'ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে , সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের।
সেই সঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে।
শুক্রবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। সোমবার রাতেও বৃষ্টি হয় বিক্ষিপ্ত ভাবে।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস নিচে। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি সেলসিয়াস নিচে।
আরও তিন চার দিন দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -