Kolkata Weather Update : অবশেষে শহরজুড়ে দিনভর শ্রাবণধারা, কলকাতায় কবে কবে তুমুল বৃষ্টি?

Weather Update Today : আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কবে কবে তুমুল বৃষ্টি?

1/8
সপ্তাহ শুরুতেই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। এই সপ্তাহে সারা দিনজুড়েই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
2/8
সোমবার থেকে ভারী বৃষ্টি হলেও তা বাড়বে বুধ ও বৃহস্পতিবার।ওয়াইড স্প্রেইড রেইন চলবে দক্ষিণবঙ্গে। আর শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
3/8
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে।
4/8
বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
5/8
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরোও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
6/8
এই কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
7/8
সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। এই মুহূর্তে বড় দুর্যোগের আশঙ্কা নেই।
8/8
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ২.০ মিলিমিটার।
Sponsored Links by Taboola