Kolkata Weather Update : আর কয়েক ঘণ্টায় ঘন মেঘে ঢাকবে আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে শহরে
সকালটা ভ্যাপসা গরম দিয়ে শুরু হলেও আছে আশার বার্তা। হতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল গরমের মধ্যে এটা স্বস্তির খবর বৈকি !
মৌসম ভবন সূত্রে খবর , এবছর কেরলে বর্ষা প্রবেশ করবে নির্দিষ্টি সময়ের থেকে দেরিতে। কেরলে পয়লা জুন বর্ষা ঢোকে। এই মরসুমে বর্ষা কেরলে ঢুকবে ৪ জুন।
দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বুধবার গর ম ও অস্বস্তি বজায় থাকবে।
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া এবং ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস থাকছে। দার্জিলিং ও কালিম্পং এ বেশি বৃষ্টির সম্ভাবনা।
image 8
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি , আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ। সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -