Weather Update : বাড়ছে শীতের কাঁপুনি, হুড়মুড়িয়ে নামছে পারদ! হতে পারে প্রবল তুষারপাতও
কলকাতায় আজ এ মরশুমের শীতলতম দিন। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে নেমে গেছে পারদ। এর আগে ২ দিন ১৪ দশমিক ৭ ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা।
বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে অঘ্রাণের শেষবেলায় রাজ্যজুড়ে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রিরও নীচে নেমে গেছে পারদ।
অন্যদিকে, দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। শীতের লম্বা ইংনিস চলবে আরও কিছুদিন।
কলকাতায় আজ এ পর্যন্ত মরসুমের শীতলতম দিন। মূলত পরিষ্কার আকাশ। আরো কিছুদিন শীতের এই পর্যায় চলবে।
আগামী সপ্তাহে আরো নামবে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -