Indian Railway: ট্রেনে করে ভ্রমণ ? রেলের যে নিয়মগুলি না জানলেই নয়
যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে, ভারতীয় রেলের তরফে কিছু নিয়ম করা হয়েছে। যে নিয়মগুলি উপেক্ষা করলে বা অজান্তে ভুল করলে জরিমানা দিতে হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেলওয়ের নিয়মানুযায়ী, কেউ যদি অনুমতি ছাড়া ট্রেন বা রেলওয়ে চত্বরে পণ্য বিক্রি করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
যদি তিনি তা করেন তবে ভারতীয় রেলওয়ে বিধির ১৪৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। দোষী প্রমাণিত হলে একজনকে ১ বছরের জেল এবং ২০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
অনেক সময় এমন হয় যে কেউ কেউ তাদের আসন ছেড়ে তাদের পরিবার বা বন্ধুদের সাথে অন্য বগিতে ভ্রমণ করেন। এই ধরনের ক্ষেত্রে, রেলওয়ে আইনের অধীনে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে । দীর্ঘ দূরত্বের ভাড়ার সাথে ২৫০ টাকা জরিমানাও নেওয়া হতে পারে।
রেলওয়ে শুধুমাত্র অনুমোদিত কাউন্টার বা অনুমোদিত এজেন্টদের মাধ্যমে টিকিট বিক্রি করে। এই পরিস্থিতিতে, কেউ যদি অনুমতি ছাড়াই কোনও যাত্রীর কাছে টিকিট বিক্রি করে, তবে তাকে রেলওয়ে আইনের শাস্তি দেওয়া হতে পারে।
মূলত এই ধরণের অপরাধের ক্ষেত্রে ১৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা এবং ৩ বছরের জেল হতে পারে।
রেলওয়ে ওয়েটিং টিকিটে ভ্রমণের অনুমতি দেয় না। শুধুমাত্র নিশ্চিত টিকিটে ভ্রমণ করা যাবে।
এছাড়াও, যদি ট্রেনটি বাতিল হয়ে থাকে, তবে সেই টিকিটে অন্য কোনও ট্রেনে ভ্রমণের অনুমতি নেই।
এমন যদি কেউ করে, টিটি আপনাকে টিকিটের টাকার সাথে পুরো ভাড়া চার্জ করতে পারে।
জরিমানা২৫০ টাকা হতে পারে এবং আপনাকে পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -