Kolkata Weather: পূর্বাভাস নেই বৃষ্টির, চলতি সপ্তাহে কোনও বদল হবে না কলকাতার আবহাওয়ায়! চলবে গরম

Kolkata Update: ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা কলকাতার। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই

হদিশ নেই স্বস্তির বৃষ্টির

1/10
চূড়ান্ত গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ, আজ সারাদিনে কেমন থাকবে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া? জেনে নেওয়া যাক এক নজরে।
2/10
ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা কলকাতার। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। কখনও মেঘলা আবার কখনও আংশিক মেঘলা থাকবে আকাশ। প্রতিদিনই বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে।
3/10
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে বটে, তবে তা স্থায়ী হবে না। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
4/10
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯১ শতাংশ।
5/10
আসাম মেঘালয় নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ সিকিম কেরল মাহে উত্তরবঙ্গ সিকিম উত্তরাখণ্ড। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ সংলগ্ন চন্ডীগড় হরিয়ানাতে।
6/10
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস জম্মু-কাশ্মীরে লাদাখ মোজাফফরাবাদ রাজস্থানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস পঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লী রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশ উত্তরাখণ্ডে।
7/10
দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দু-এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
8/10
আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বর্ষা থমকে গিয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী বায়ুর গতি শ্লথ। জুন মাসের প্রথম সপ্তাহেও বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
9/10
আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিনবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা সন্দিহান আবহাওয়াবিদরা।
10/10
দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে, সেখানে গরম ও জলীয়বাষ্পে অস্বস্তি চরমে। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
Sponsored Links by Taboola