Kolkata Weather Update: বৃষ্টি যেন থামছেই না! বৃহস্পতিবার থেকেই বড় বদল আবহাওয়ার, আর কতদিন দুর্যোগ?
Rain Forecast: দুর্যোগ শেষ হয়েও যেন হচ্ছে না! বৃহস্পতিবার থেকে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে
বৃষ্টি যেন থামছেই না! বৃহস্পতিবার থেকেই বড় বদল আবহাওয়ার, আর কতদিন দুর্যোগ?
1/10
উত্তর থেকে দক্ষিণ, জেলা থেকে শুরু করে শহর, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। কবে আবহাওয়ার উন্নতি হবে, তা নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? জেনে নেওয়া যাক।
2/10
আগামী কয়েকদিন, উত্তরবঙ্গে দার্জিলিং-সহ ৫ জেলায় আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।
3/10
দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। পরশু থেকে বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ফের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4/10
কলকাতায় আজ মূলত মেঘলা কখনো আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা; সঙ্গে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
5/10
কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৩৭.৩ মিলিমিটার।
6/10
পশ্চিমবঙ্গের বাইরে, অন্যান্য রাজ্যেও আজ প্রবল বৃষ্টির চরম সর্তকতা। উত্তরপ্রদেশ অতি ভারী বৃষ্টির সতর্কতা। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, কেরল ও মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরিতে ভারি বৃষ্টির সতর্কা রয়েছে। জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ কর্ণাটক। হিমাচল প্রদেশ এবং ঝাড়খন্ড। নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা। রয়েলসীমা ভারী বৃষ্টির সর্তকতা।
7/10
উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ পাঁচ জেলায়। ভারী বৃষ্টির সর্তকতা নীচের জেলাতে। উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আজ সব জেলাতেই।
8/10
বুধবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি শুরু। ঘূর্ণাবর্ত এখন উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পিরোজপুর চন্ডিগড় নাজিবাবাদ শাহজাহানপুর লখনৌ গোরখপুর পাটনা পূর্ণিয়া বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
9/10
দক্ষিণবঙ্গে আজ সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টি না হলে সেই সময় আর্দ্রতা জনিত অস্বস্তি অনেকটা বাড়বে। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতা সহ সব জেলাতে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরো কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা; সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে।
10/10
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে।
Published at : 04 Aug 2025 01:31 PM (IST)