Weather Update : আকাশজুড়ে জমবে মেঘ, বিকেলের পরই ঝমঝমিয়ে ভিজতে পারে মহানগর, আপনার জেলায়ও বৃষ্টি ?
একটানা তাপপ্রবাহের পর অবশেষে আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবাসরীয় বিকেলে অনেক আশার পরও মেলেনি বৃ্ষ্টির স্বস্তি। তবে তাপমাত্রা নেমেছে বেশি কিছুটা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতায় আজ পারদ অনেকটাই নেমেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি
আজই সেই দিন। বিকেলে আকাশ জুড়ে ঘনাবে মেঘ। ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি। কোনও কোনও জেলায় সঙ্গত দিতে পারে কালবৈশাখী।
আজ থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকছে না। বরং আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে মূলত গাঙ্গেয় ও উপকূলের অঞ্চলে কালবৈশাখী সহ দমকা ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার বিকেলের পরই কলকাতায় নামতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির হতে পারে।
তাছাড়া সোমবারই দুই ২৪ পরগনা,বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ও দু -এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
সোমবার থেকে ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটাই কমে যাবে এই বৃষ্টি পাতের ফলে,বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে যাবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আগামীকাল অর্থাৎ ৭ তারিখ বৃষ্টিপাতের ব্যাপ্তি পরিমাণ বাড়বে। ৮ ও ৯ তারিখ বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহারে সোম থেকেই বিকেলে বৃষ্টি হবে । আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে এই ৩ জেলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -