Weather Update : আকাশজুড়ে জমবে মেঘ, বিকেলের পরই ঝমঝমিয়ে ভিজতে পারে মহানগর, আপনার জেলায়ও বৃষ্টি ?
আজই বৃষ্টি শহরে? ( প্রতীকী ছবি নিজস্ব )
1/8
একটানা তাপপ্রবাহের পর অবশেষে আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবাসরীয় বিকেলে অনেক আশার পরও মেলেনি বৃ্ষ্টির স্বস্তি। তবে তাপমাত্রা নেমেছে বেশি কিছুটা।
2/8
কলকাতায় আজ পারদ অনেকটাই নেমেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি
3/8
আজই সেই দিন। বিকেলে আকাশ জুড়ে ঘনাবে মেঘ। ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি। কোনও কোনও জেলায় সঙ্গত দিতে পারে কালবৈশাখী।
4/8
আজ থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকছে না। বরং আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে মূলত গাঙ্গেয় ও উপকূলের অঞ্চলে কালবৈশাখী সহ দমকা ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5/8
সোমবার বিকেলের পরই কলকাতায় নামতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির হতে পারে।
6/8
তাছাড়া সোমবারই দুই ২৪ পরগনা,বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ও দু -এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
7/8
সোমবার থেকে ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটাই কমে যাবে এই বৃষ্টি পাতের ফলে,বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে যাবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
8/8
আগামীকাল অর্থাৎ ৭ তারিখ বৃষ্টিপাতের ব্যাপ্তি পরিমাণ বাড়বে। ৮ ও ৯ তারিখ বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহারে সোম থেকেই বিকেলে বৃষ্টি হবে । আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে এই ৩ জেলায়।
Published at : 06 May 2024 03:32 PM (IST)