Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Weather Update : হু হু করে ঢুকছে মৌসুমী বায়ু, বৃষ্টির আগমনী স্পষ্ট, আজ রাতে দুর্যোগ শুরু?
আর দেরি নয়। অবশেষে দুয়ারে বর্ষা। শুক্রবারের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বিহার থেকে অসম পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাতাসে ভর করে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে দক্ষিণবঙ্গে।
আজ মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মেঘলা আকাশে সেই ইঙ্গিত। আবহাওয়ার পরিবর্তন ঘটবে আজ থেকেই।
উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে আগেই। আরও দুর্যোগ বাড়তে পারে। সিকিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি চলবে। তার জের পড়বে পার্বত্য অঞ্চলে।
বাংলার পার্বত্য অঞ্চল ও তার সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপাতত কমবে না। উত্তরবঙ্গে আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি হবে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে।
দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার, এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে লাগাতার। তাই পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কাল ও পরশু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
image 9
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -