Kolkata Weather Update : জানুয়ারির শেষে কি ফের কনকনে অনুভূতি ফিরবে?
জানুয়ারির শেষে কি ফের কনকনে অনুভূতি ফিরবে?
1/9
মাঘেও শীতের খামখেয়ালিপনা। গতকালের পর আজও তেরো ডিগ্রির নীচে রয়েছে পারদ।
2/9
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
3/9
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
4/9
জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে।
5/9
পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে সরলে, আবহাওয়ার সপ্তাহ শেষে রাজ্যে পরিবর্তন হবে।
6/9
রবি, সোমবার হতে পারে বৃষ্টি। কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
7/9
ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
8/9
সব মিলিয়ে দেখা যাচ্ছে, এখনও অবধি এই মরসুমে শীতের দাপুটে ব্যাটিংই চোখে পড়ল না।
9/9
এখন জানুয়ারির শেষে কি ফের কনকনে অনুভূতি ফিরবে, অপেক্ষা তারই।
Published at : 18 Jan 2022 10:43 AM (IST)