Kolkata Weather Update : এক লাফে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি, শীতের আগমন কি পিছলো?
শীতের আগমন কি পিছলো?
1/10
হেমন্তের সকাল। কিন্তু কোথায় শিরশিরানি ভাব? দু-একদিন শীত পড়ার আশা দিয়ে হঠাতই ভোলবদল আবহাওয়ার।
2/10
তবে কি শীত আসার দিন পিছলো? তাপমাত্রা কম আর চারিদিক ঢাকা মোটা চাদরের মতো কুয়াশায়।
3/10
এক হাত দূরের জিনিসও আবছা।
4/10
ঘন কুয়াশায় মুখ ঢেকেছে কলকাতা।
5/10
তার জেরে এক লাফে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস।
6/10
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস
7/10
যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি
8/10
আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতি
9/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে নামবে পারদ
10/10
সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে
Published at : 23 Nov 2021 08:34 AM (IST)