Kolkata Winter Update: শুক্রে বৃষ্টির পূর্বাভাস, শীত কি তবে পাততাড়ি গোটাল?

শুক্রে বৃষ্টির পূর্বাভাস

1/10
সকাল থেকে ঘন কুয়াশা। ইএম বাইপাস-সহ কলকাতার পূর্ব প্রান্তে কুয়াশার চাদর।
2/10
তবে তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হল। উঁকি দিলেন সূর্ষদেব।
3/10
সরস্বতী পুজোয় শীতের যে আমেজ ফিরেছিল মাঘের শেষ লপ্তে এসে সেই কনকনানি উধাও।
4/10
ধীরে ধীরে ঊর্ধ্বমুখী পারদ। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে গেল আজ।
5/10
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
6/10
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল উত্তরবঙ্গে বৃষ্টি। শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।
7/10
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম
8/10
গতকাল কলকাতায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে। তবে আজ স্বাভাবিক ।
9/10
শুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
10/10
তবে কি সময় হল লেপ কম্বল গুটিয়ে ফেলার? শীতের ইনিংস কি এই বছরের মতো শেষই ?সেই প্রশ্নই এখন মানুষের।
Sponsored Links by Taboola