Lakshmi Narayan Yog: মাস ঘুরলেই ঘরে আসবেন মা লক্ষ্মী, এই ৩ রাশির জাতকদের সৌভাগ্য তুঙ্গে
মাস ঘুরলেই ঘরে আসবেন মা লক্ষ্মী,
1/9
জ্যোতিষ শাস্ত্র অনুসারে লক্ষ্মী-নারায়ণ যোগ খুবই শুভ। যাঁর উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়, তার জীবন আনন্দে ভরে যায়।
2/9
অক্টোবরে, বুধ এবং শুক্র গ্রহ তাদের রাশিচক্র ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এমন পরিস্থিতিতে কন্যা রাশিতে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হবে।
3/9
আবার এই মাসেই কোজাগরী পূর্ণিমা। বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। তাই এই মাসে লক্ষ্মী - নারায়ণ যোগের প্রভাবে থাকলে সংসারে শান্তি মিলবে অপার।
4/9
কোন কোন রাশির জন্য শুক্র ও বুধের মিলনে গঠিত লক্ষ্মী-নারায়ণ যোগ ভাগ্যবান হবে? চলুন দেখে নেওয়া যাক। এঁদের সংসারে অশান্তি থাকবে না, দ্বন্দ্ব আসবে না।
5/9
তুলা রাশির জাতক হলে এ সময় আত্মবিশ্বাস বাড়বে এবং চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনি আপনার কর্মজীবনে মহান অর্জন পাবেন।
6/9
তুলা রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে এই যোগ। তুলা রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ ভাগ্যবান প্রমাণিত হবে।
7/9
লক্ষ্মী নারায়ণ যোগ মকর রাশির লোকদের জন্যও অনুকূল প্রমাণিত হবে। বুধের গমনের কারণে আয়ের নতুন উৎস তৈরি হবে। একই সময়ে, বেকাররা এই সময়ে নতুন চাকরি পেতে পারেন।
8/9
কুম্ভ রাশি হলে, চাকরিজীবীরা পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি পাবেন। এছাড়াও আপনার ইচ্ছা পূরণ হবে. কাজে সাফল্য পাবেন।
9/9
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 11 Sep 2024 04:28 PM (IST)