Lakshmir Bhandar : আবেদন করতে চাইছেন ? কারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
মহিলা উন্নয়ন, সুরক্ষা ও আর্থিক স্বনির্ভরতায় পশ্চিমবঙ্গ সরকারের অগ্রণী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১-এর ফেব্রুয়ারিতে চালু হয় এই প্রকল্প। ২৫-৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পাওয়ার উপযুক্ত। পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পাবেন। ফটো - পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রকল্প অনুযায়ী তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি পরিবারের মহিলারা মাসিক ১০০০ টাকা এবং সাধারণ ও তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি পরিবারের মহিলা ব্যতীত অন্যরা মাসিক ৫০০ টাকা আর্থিক সহায়তা পান এই প্রকল্পে। ফটো - পিটিআই
কারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না ? কোনও সরকারি/কোনও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি থেকে মাসিক উপার্জন আছে এমন মহিলারা এই আবেদন করতে পারবেন না। ফটো - পিটিআই
কোনও বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত/পৌরনিগম/পৌরসভার চাকরি থেকে মাসিক উপার্জন রয়েছে এমন মহিলারা পারবেন না আবেদন করতে। কোনও স্থানীয় স্বশাসিত সংস্থা / সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি থেকে মাসিক উপার্জন রয়েছে, এমন মহিলারা আবেদন করতে পারবেন না ।
এবার দেখে নেওয়া যাক, লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে কী কী নথি লাগবে ? স্বাস্থ্যকার্ডের স্বপ্রত্যয়িত xerox কপি। আধার কার্ডের স্বপ্রত্যয়িত xerox কপি। তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত ফটোকপি।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে। ব্যাঙ্কের পাশবইয়ে থাকতে হবে অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFS কোড, MCR কোড সহ অন্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার স্বপ্রত্যয়িত xerox কপি।
লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো। আবেদনকারীর স্বাক্ষরিত ঘোষণাপত্র। এই মর্মে, তিনি কোনও কোনও সরকারি/কোনও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা/ কোনও বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত/পৌরনিগম/পৌরসভার চাকরি/ কোনও স্থানীয় স্বশাসিত সংস্থা / সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি থেকে মাসিক উপার্জন করেন না।
পাশাপাশি ঘোষণা করতে হবে, আবেদনপত্রে দাখিল করা সব তথ্য সত্য।
আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নির্দিষ্ট ফর্ম একদম বিনামূল্যে পাওয়া যায়। উপরিল্লিখিত প্রযোজনীয় নথিপত্র ইত্যাদি নিয়ে ফর্ম পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে।
যাচাইকরণ পদ্ধতি শেষে আপনার অ্যাকাউন্টে পড়তে থাকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। প্রতি মাস ধরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -