Lakshmir Bhandar : আবেদন করতে চাইছেন ? কারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নির্দিষ্ট ফর্ম একদম বিনামূল্যে পাওয়া যায়।

ছবিটি প্রতীকী । ফটো - পিটিআই

1/10
মহিলা উন্নয়ন, সুরক্ষা ও আর্থিক স্বনির্ভরতায় পশ্চিমবঙ্গ সরকারের অগ্রণী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১-এর ফেব্রুয়ারিতে চালু হয় এই প্রকল্প। ২৫-৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পাওয়ার উপযুক্ত। পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পাবেন। ফটো - পিটিআই
2/10
প্রকল্প অনুযায়ী তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি পরিবারের মহিলারা মাসিক ১০০০ টাকা এবং সাধারণ ও তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি পরিবারের মহিলা ব্যতীত অন্যরা মাসিক ৫০০ টাকা আর্থিক সহায়তা পান এই প্রকল্পে। ফটো - পিটিআই
3/10
কারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না ? কোনও সরকারি/কোনও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি থেকে মাসিক উপার্জন আছে এমন মহিলারা এই আবেদন করতে পারবেন না। ফটো - পিটিআই
4/10
কোনও বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত/পৌরনিগম/পৌরসভার চাকরি থেকে মাসিক উপার্জন রয়েছে এমন মহিলারা পারবেন না আবেদন করতে। কোনও স্থানীয় স্বশাসিত সংস্থা / সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি থেকে মাসিক উপার্জন রয়েছে, এমন মহিলারা আবেদন করতে পারবেন না ।
5/10
এবার দেখে নেওয়া যাক, লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে কী কী নথি লাগবে ? স্বাস্থ্যকার্ডের স্বপ্রত্যয়িত xerox কপি। আধার কার্ডের স্বপ্রত্যয়িত xerox কপি। তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত ফটোকপি।
6/10
ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে। ব্যাঙ্কের পাশবইয়ে থাকতে হবে অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFS কোড, MCR কোড সহ অন্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার স্বপ্রত্যয়িত xerox কপি।
7/10
লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো। আবেদনকারীর স্বাক্ষরিত ঘোষণাপত্র। এই মর্মে, তিনি কোনও কোনও সরকারি/কোনও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা/ কোনও বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত/পৌরনিগম/পৌরসভার চাকরি/ কোনও স্থানীয় স্বশাসিত সংস্থা / সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি থেকে মাসিক উপার্জন করেন না।
8/10
পাশাপাশি ঘোষণা করতে হবে, আবেদনপত্রে দাখিল করা সব তথ্য সত্য।
9/10
আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নির্দিষ্ট ফর্ম একদম বিনামূল্যে পাওয়া যায়। উপরিল্লিখিত প্রযোজনীয় নথিপত্র ইত্যাদি নিয়ে ফর্ম পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে।
10/10
যাচাইকরণ পদ্ধতি শেষে আপনার অ্যাকাউন্টে পড়তে থাকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। প্রতি মাস ধরে।
Sponsored Links by Taboola