Lata Mangeshkar : চিরবিদায় সুরসম্রাজ্ঞী, মিলেমিশে গেল দোয়া আর প্রার্থনা! লতার শেষকৃত্যে শাহরুখ থেকে মোদি
রাজ্যসভার অধিবেশনের শুরুতে তাঁর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এক মিনিট নীরবতা পালন করেন রাজ্যসভার সদস্যরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপনের পর আজ ১ ঘন্টার জন্য মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষের অধিবেশন।
এছাড়া, ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতা মঙ্গেশকরের গান।
রবিবার শেষ শ্রদ্ধা জানান জাভেদ আখতার, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শেষকৃত্যের কাজ। তার জন্য ছিলেন ৮ জন পুরোহিত। শেষে চিতায় অগ্নিসংযোগ করেন ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তোপধ্বনি করে অন্তিম শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে।
যে শিবাজি পার্ককে একসময় সুরের মূর্ছনায় ভরিয়ে তুলেছিলেন, সেখানেই পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন সুর সম্রাজ্ঞী।
শেষ শ্রদ্ধা জানাচ্ছেন জাভেদ আখতার
শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বোন আশা ভোঁসলে। শনিবার বিকেলেই শেষবার হাসপাতালে দিদিকে দেখতে গিয়েছিলেন তিনি।
শেষকৃত্য অনুষ্ঠানে শেষ শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -