Travel in COVID 19 Situations: কোভিডে পরিবার নিয়ে ঘুরতে গেলে কী কী খেয়াল রাখবেন ?
Travel Covid Safety Precautions: কোভিড পরিস্থিতিতে ঘুরতে গেলে সেই জায়গার সম্বন্ধে খবর রাখবেন। ভ্রমণ স্থলে কোভিড পরিস্থিতি কী ? কোন এলাকা বেশি কোভিড সংক্রমিত বেশি, জানুন আরও কীকী খেয়ালে রাখবেন ?
কোভিড পরিস্থিতিতে পরিবার নিয়ে ঘুরতে গেলে কী কী খেয়াল রাখবেন ?
1/10
কোভিড পরিস্থিতিতে ঘুরতে গেলে, ভ্রমণ স্থলে কোভিড পরিস্থিতি কী ? সেই জায়গার সম্বন্ধে খবর রাখবেন।
2/10
গন্তব্যস্থলে কোভিড আধিক্য থাকলে ভ্রমণ বাতিল করুন। যদি বাইরে ঘুরতে গেলে উপস্বর্গ আসে, তাহলে অবশ্যই পরীক্ষা করুন।
3/10
ঘুরতে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ রাখুন ব্যাগে।
4/10
ব্যাগ গোছানোর আগে অবশ্যই ব্যাগে স্যানেটাইজার রাখুন। মাস্ক নিয়ে অতিরিক্ত সংখ্যায়। ব্যবহার করা মাস্ক বারবার পরবেন না।
5/10
কোভিড সংক্রমণ কমে যাওয়ার খবরে, অসচেতন হবেন না। যেকোনও মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে, তাই সতর্ক থাকুন।
6/10
শীতের জায়গায় ঘুরতে গেলে, বেশি করে শীতের পোশাক নিন। ঠান্ডা গরম লাগাবেন না। ইমিউনিটি কমলে কোভিড প্রবণতা বাড়তে পারে।
7/10
ঘুরতে গিয়ে জাঙ্ক ফুড যতোটা পারবেন এড়িয়ে যান। সঠিক সময়ে ঘুমোন, রাতে চান করা থেকে বিরত থাকুন।
8/10
ডেলি কোভিড আপডেট নজরে রাখুন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বুলেটিন খেয়াল রাখুন।
9/10
কোভিড পরিস্থিতিতে বাড়ি ফেরার পর কিছুদিন অন্য কোথাও যাবেন না, তাহলে সকলেই সুস্থ থাকবেন।
10/10
কোভিড পরিস্থিতিতে ভিড় এলাকা এড়িয়ে চলুন। যতো পারবেন এসি ঘরে থাকবেন না। এসি ঘরে সংক্রমণ প্রবণতা বেশি থাকে।
Published at : 02 Sep 2022 01:05 AM (IST)