Travel in COVID 19 Situations: কোভিডে পরিবার নিয়ে ঘুরতে গেলে কী কী খেয়াল রাখবেন ?
কোভিড পরিস্থিতিতে ঘুরতে গেলে, ভ্রমণ স্থলে কোভিড পরিস্থিতি কী ? সেই জায়গার সম্বন্ধে খবর রাখবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগন্তব্যস্থলে কোভিড আধিক্য থাকলে ভ্রমণ বাতিল করুন। যদি বাইরে ঘুরতে গেলে উপস্বর্গ আসে, তাহলে অবশ্যই পরীক্ষা করুন।
ঘুরতে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ রাখুন ব্যাগে।
ব্যাগ গোছানোর আগে অবশ্যই ব্যাগে স্যানেটাইজার রাখুন। মাস্ক নিয়ে অতিরিক্ত সংখ্যায়। ব্যবহার করা মাস্ক বারবার পরবেন না।
কোভিড সংক্রমণ কমে যাওয়ার খবরে, অসচেতন হবেন না। যেকোনও মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে, তাই সতর্ক থাকুন।
শীতের জায়গায় ঘুরতে গেলে, বেশি করে শীতের পোশাক নিন। ঠান্ডা গরম লাগাবেন না। ইমিউনিটি কমলে কোভিড প্রবণতা বাড়তে পারে।
ঘুরতে গিয়ে জাঙ্ক ফুড যতোটা পারবেন এড়িয়ে যান। সঠিক সময়ে ঘুমোন, রাতে চান করা থেকে বিরত থাকুন।
ডেলি কোভিড আপডেট নজরে রাখুন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বুলেটিন খেয়াল রাখুন।
কোভিড পরিস্থিতিতে বাড়ি ফেরার পর কিছুদিন অন্য কোথাও যাবেন না, তাহলে সকলেই সুস্থ থাকবেন।
কোভিড পরিস্থিতিতে ভিড় এলাকা এড়িয়ে চলুন। যতো পারবেন এসি ঘরে থাকবেন না। এসি ঘরে সংক্রমণ প্রবণতা বেশি থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -