Lok Sabha Elections 2024: বছর ঘুরলেই লোকসভা ভোট, প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের
লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৯ আগস্ট রাজ্য়ে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের ৩ ডেপুটি নির্বাচন কমিশনার। খবর নির্বাচন কমিশন সূত্রে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক।
বছর ঘুরলেই বাজবে লোকসভা ভোটের দামামা। রাজ্য়ে পঞ্চায়েত ভোট শেষ হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
আগামী ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ফাস্ট লেভেল ইভিএম ও ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবির। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
ইভিএমের সঙ্গে ভিভিপ্য়াট ঠিক মতো কাজ করছে কিনা দেখতে করা হয় এই চেকিং। সূত্রের খবর, মোট ৫ শতাংশ ইভিএম ও ভিভিপ্য়াট চেক করা হয়।১ শতাংশ ইভিএমকে ১২০০ ভোট দিয়ে চেক করা হয়।২ শতাংশ মেশিনে দেওয়া হয় ১ হাজার ভোট। বাকি ১ শতাংশ মেশিনে দেওয়া হয় ৫০০ ভোট।
এই পদ্ধতি সম্পর্কে অবগত করতে শনিবার সব জেলার জেলাশাসকদের প্রশিক্ষণ দিলেন দিল্লিতে থেকে আসা নির্বাচন কমিশনের ইভিএম বিশেষজ্ঞ বিসি পাত্র। উপস্থিত ছিলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
পাশাপাশি, এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বৈঠকে ভোটার তালিকা সংশোধনের উপর জোর দেন আরিজ আফতাব।
কমিশন সূত্রে খবর, আরও সরল হতে চলেছে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি।এদিনের বৈঠকে বুথ নিয়েও আলোচনা হয়।
সূত্রের খবর, সংশোধনের পর আগামী বছরের ৫ জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হবে ভোটার তালিকার উপরই নির্ভর করবে রাজ্য়ে বুথের সংখ্যা। এই মুহূর্তে রাজ্য়ে ৭৯ হাজার বুথ রয়েছে।কমিশনের নিয়ম অনুয়ায়ী ১৫০০-র বেশি ভোটার হলে বুথ ভেঙে অক্সিলিয়ারি বুথ তৈরি করা হয়
নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে পরবর্তী পর্যায়ে ইভিএম ও ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও ডাকা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -