'কসাইতে পরিণত হচ্ছে ডাক্তাররা' চিকিৎসকদের নিশানা, দিলেন বদলা নেওয়ার ডাক
আর জি কর কাণ্ডে যখন প্রতিবাদের স্বর রোজই জোরালো হচ্ছে, তখন তৃণমূলের তরফে বাড়ছে হুমকিও। এবার সরাসরি হুমকি দিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি। আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই।' মন্তব্য লাভলির
লাভলির হুঁশিয়ারি, 'সিপিএম সায়ন-সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ বদল হয়েছিল, বদলা হয়নি। '
একদিকে যেমন সিপিএমের নেতারা লাভলির নিশানায়, তেমনই তিনি ছেড়ে কথা বললেন না ডাক্তারদেরও। তাঁদের কসাই বলে দেগে দিলেন তৃণমূল বিধায়ক।
'কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। '
এখানেই থামেননি লাভলি। বলেন, 'কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।'
তৃণমূলের একের পর এক জন প্রতিনিধির মুখে যখন হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে, তখন সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। লিখেছেন, দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের আরও বিনয়ী ও সহানুভূতিশীল হতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -