Madhyamik 2024: কনকনে ঠান্ডা কালিম্পঙে, মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে বসানো হল রুম হিটার
আজ থেকে শুরু হল মাধ্যমিক (Madhyamik Exam 2024)। গোটা রাজ্যজুড়েই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা প্রশাসনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজীবনের প্রথম বড় পরীক্ষায় যাতে ভাল ফল করতে পারে, সেজন্য গোলাপ ও পেন দিয়ে শুভেচ্ছা।
ঝাড়গ্রাম -বাঁকুড়ার একাধিক এলাকা জঙ্গল অধ্যুষিত। তাই পরীক্ষার্থীরা যাতে কোনওভাবেই ভোগান্তির মুখে না পড়ে তাই বড় পদক্ষেপ নিয়েছে বন দফতর।
কনকনে ঠান্ডা কালিম্পঙ-সহ উত্তরবঙ্গের পাহাড়ে।
কালিম্পঙে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি দিতে পরীক্ষাকেন্দ্রে বসানো হল রুম হিটার।
উল্টোডাঙ্গা ধর বাগানে সারদা প্রসাদ ইনস্টিটিউট ফর গার্লস সেন্টারে তিনটি স্কুলের পরীক্ষা রয়েছে আজ। তিনটি স্কুল মিলিয়ে ২১৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন এবং গোলাপ দিয়ে জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষায় উৎসাহ দেওয়া হয়েছে।
মাধ্যমিকে উৎসাহ দিতে পেন ও গোলাপ উপহার পুলিশের।
হুটার বাজিয়ে পরীক্ষার্থীদের পৌঁছে দিল বন দফতর।চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল থেকে নয়াগ্রাম রাস্তাতে উঠে এল সেই ছবি।
শুধু তাই নয়, জঙ্গলমহলের রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বন দফতরের কর্মীদেরকেও মোতায়েন করা হয়েছে।
সল্টলেকে এবার মাধ্যমিক পরীক্ষার সিট্ পড়েছে পাঁচটি স্কুলে। এই পাঁচটি স্কুলে ছাত্র ছাত্রীদের যাতে পৌঁছতে কোনও অসুবিধা না হয় সেই কারণে বৈশাখী ফুটব্রিজ থেকে বিধান নগর পৌর নিগমের ডেপুটি মেয়র এর নেতৃত্বে ফ্রিতে টোটো ও অটো পরিষেবা দেওয়া হয়েছে। শুধু তাই নয় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -