Madhyamik Result 2025: মাধ্যমিকের ফল জানা যাবে wb10.abplive.com-এ লগ ইন করে , কীভাবে দেখবেন রেজাল্ট?
Madhyamik Result News: গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।
ফাইল ছবি
1/10
২ মে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
2/10
ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ হবে মে মাসে। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা।
3/10
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে অর্থাৎ অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল।
4/10
অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
5/10
তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই এইরকম ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে।
6/10
গত কয়েকদিন ধরে পর্ষদ অফিসের বাইরে প্রতিবাদে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। ফলে ধন্দ ছিল কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। অবশেষে জানা গেল সেই দিন।
7/10
অতীতের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবারের মতো, এবারও মালদা জেলায় ছিল পর্ষদের কড়া নজর।
8/10
জেলার ১২২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেন ২৬৩টি স্কুলে পরীক্ষার্থীরা। প্রতি পরীক্ষাকেন্দ্রে ছিলেন অতিরিক্ত ২ জন করে ভেনু সুপারভাইজার।
9/10
পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়। নিরাপত্তা জোরদার করা হয় পরীক্ষাকেন্দ্রগুলির।
10/10
মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া এবং রেজাল্ট বেরোনোর এই পর্বের মধ্যেই SSC-র ২০১৬ পুরো প্য়ানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। যাঁদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেওয়ার কাজে যুক্ত ছিলেন।
Published at : 25 Apr 2025 06:22 PM (IST)