Mahalaya: বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ, মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু

Durga Puja: শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷

মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ

1/10
হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে পুণ্যার্থীদের ঢল। চলছে তর্পণ। হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।
2/10
প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটেও তর্পণ করছেন বহু মানুষ।রয়েছে পুলিশি নিরাপত্তা।
3/10
পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের আগমনী বার্তা নিয়ে আসে মহালয়া।
4/10
পুণ্য তিথিতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে তর্পণ। বারুইপুরের সদাব্রত ঘাটে ভিড় উপচে পড়ছে।
5/10
বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ।
6/10
শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷
7/10
মহালয়ার ভোরে বাঁকুড়ায় দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর ঘাটে পিতৃ তর্পণ। সকাল থেকে ঘাটগুলিতে ভিড়। দুর্ঘটনা এড়াতে তত্পর পুলিশ।
8/10
মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে মালদার ইংরেজবাজারের রামকৃষ্ণ মিশন ঘাটে হাজারো পুণ্যার্থীর ভিড়। নিরাপত্তার জন্য মহানন্দা নদীতে স্পিডবোট নিয়ে নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর।
9/10
করোনার কারণে গত দু’বছর তর্পণেও বিধিনিষেধ ছিল। এ বছর করোনার চোখ রাঙানি না থাকায়, ভিড় করেছেন পুণ্যার্থীরা।
10/10
মেদিনীপুরের গান্ধী ঘাটে কংসাবতী নদীর পাড়ে চলছে মহালয়ার তর্পণ। পুলিশের নজরদারির পাশাপাশি, স্পিডবোটে চড়ে টহলদারি চালাচ্ছে এনডিআরএফ।
Sponsored Links by Taboola