Mahalaya: বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ, মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু
হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে পুণ্যার্থীদের ঢল। চলছে তর্পণ। হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটেও তর্পণ করছেন বহু মানুষ।রয়েছে পুলিশি নিরাপত্তা।
পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের আগমনী বার্তা নিয়ে আসে মহালয়া।
পুণ্য তিথিতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে তর্পণ। বারুইপুরের সদাব্রত ঘাটে ভিড় উপচে পড়ছে।
বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ।
শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷
মহালয়ার ভোরে বাঁকুড়ায় দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর ঘাটে পিতৃ তর্পণ। সকাল থেকে ঘাটগুলিতে ভিড়। দুর্ঘটনা এড়াতে তত্পর পুলিশ।
মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে মালদার ইংরেজবাজারের রামকৃষ্ণ মিশন ঘাটে হাজারো পুণ্যার্থীর ভিড়। নিরাপত্তার জন্য মহানন্দা নদীতে স্পিডবোট নিয়ে নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর।
করোনার কারণে গত দু’বছর তর্পণেও বিধিনিষেধ ছিল। এ বছর করোনার চোখ রাঙানি না থাকায়, ভিড় করেছেন পুণ্যার্থীরা।
মেদিনীপুরের গান্ধী ঘাটে কংসাবতী নদীর পাড়ে চলছে মহালয়ার তর্পণ। পুলিশের নজরদারির পাশাপাশি, স্পিডবোটে চড়ে টহলদারি চালাচ্ছে এনডিআরএফ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -