Shiv Ratri: শান্তি-মঙ্গল কামনায় তারকেশ্বরে ভক্তদের ভিড়, শিবরাত্রিতে শুরু বিশেষ পুজো
আজ সকাল থেকেই শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তের ভিড়। রীতি-রেওয়াজ মেনে, উপবাস করে ভোলে বাবার কৃপাপ্রার্থনায় মগ্ন ভক্তরা। দেশের বিখ্যাত সব শৈবতীর্থে, শিবালয়ে সকাল থেকেই উপচে পড়ছে ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্জিকা মতে সন্ধ্যা ৬.০৩ মিনিটের পর কৃষ্ণ চতুর্দশী পড়ছে। তারপরেই শুরু হবে শিবরাত্রী উপলক্ষ্যে বিশেষ পুজা অর্চনা।
দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আজ সারাদিন, সারারাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ।
অষ্টমীতে মায়ের চরণে অঞ্জলি দিতে যেমন প্যান্ডেলে ভিড় জমে তেমনি আজ শিব চতুর্দশীতে ভোলানাথের কাছে শ্রদ্ধা জানাতে তারকেশ্বর মন্দিরে ভিড় জমান মানুষেরা।
মূলত পরিবারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় পুরুষ ,মহিলা নির্বিশেষে শিবরাত্রি ব্রত পালন করেন। সারাদিন উপবাস থেকে শিবের মাথার জল, ফুল, বেলপাতা ঢালেন ভক্তরা।
আজকের এই বিশেষ দিনে রাজ্যের সর্ব বৃহৎ শৈব তীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্থানীয় মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে প্রচূর মানুষ ভিড় জমিয়েছেন মন্দিরে।
আজকে ভোগ আরতি ও সন্ধ্যা আরতি বন্ধ থাকে। রাত ৯টার সময় শিবরাত্রীর উপলক্ষ্যে তারকেশ্বর মঠ ও মন্দিরের মহোন্ত মহারাজ বিশেষ পুজো অর্চনা করার সব কিছু নিবেদন করা হয়।
শিবরাত্রী উপলক্ষ্যে চার প্রহরে চারবার পুজো করা হয়। কেউ তার প্রার্থিব মনস্কামনা, সন্ন্যাসী তার জাগতিক মনস্কামনা-সহ যে যার মতো মনস্কামনা জানায় ভোলানাথকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -