Makar Sankranti Weather: নিরাপত্তায় জোর, গঙ্গাসাগরের পথে পুণ্যার্থীরা, মকর সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?
Gangasagar Mela: পুণ্যস্নানের এখনও ২ দিন বাকি। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
ছবি সৌজন্যে-পিটিআই
1/10
মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ।
2/10
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই।
3/10
এর মধ্যেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
4/10
পুণ্যস্নানের এখনও ২ দিন বাকি। তার আগেই দূর দূরান্ত থেকে গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা।
5/10
জমে উঠেছে মেলা চত্বর। তৎপর পুলিশ, প্রশাসন। মেলা চত্বরে সিসি ক্যামেরা বসিয়ে চলছে নজরদারি।
6/10
পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা।
7/10
ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথে থাকছে নজরদারির ব্যবস্থা।
8/10
মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে।
9/10
এছাড়াও মেলা চত্বরে থাকা ওয়াচ টাওয়ারের সাহায্যে ভিড়ের ওপর নজরদারি চালানো হবে।
10/10
প্রশাসন সূত্রে খবর,গঙ্গাসাগার মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ২ হাজার ৭৫০টি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ৪টি বার্জের ব্যবস্থা রাখা হয়েছে।
Published at : 12 Jan 2023 11:34 PM (IST)