Malda Violence: মালদাকাণ্ডে বিক্ষোভ বিধানসভায়, শুভেন্দুদের নিশানায় মমতা, কী বলছে শাসকদল ?
মালদায় (Malda Violence) একই পরিবারের ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmur) নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিক্ষোভ-অবস্থান তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। ইতিমধ্যেই এসপি অপসারণের দাবি জানিয়েছে বিজেপি (BJP)।
বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে চলছে ঘেরাও কর্মসূচি।মালদায় চুরির অভিযোগে ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি দুই নির্যাতিতার পরিবারের। অভিযুক্ত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতরা সবাই বিজেপির সমর্থক বলে দাবি করেছেন এসপি। এরপরই গতকাল দুপুর থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিজেপি।
এবার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই অভিযোগ প্রকৃতই সত্য ? যদিও পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ।
আর তখন ঘটনাস্থলে থেকেও 'নির্বাক দর্শক পুলিশ', এমনই অভিযোগ তুলেছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুর।
হিংসা আগুনে উত্তাল মণিপুর। আর এই ইস্যুতেই সদ্য ২১ জুলাই এর জনসভা থেকে মমতা ও অভিষেককে তোপ দাগতে দেখা গিয়েছিল। এদিকে মালদার ঘটনাটি ঠিক তার পরপরই প্রকাশ্য়ে আসে। মালদায় (Malda Violence) দুই মহিলাকে 'বিবস্ত্র করে মারধর'-র ঘটনায় এই মুহূর্তে উত্তাল রাজ্য-রাজনীতি।
এবার এই ইস্যুতেই এবার গেরুয়া শিবিরকে জোর নিশানা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, 'মণিপুর ঢাকতেই বাংলার তুলনা টানছে বিজেপি।'
মালদাকাণ্ডে (Malda Violence) ছুটির দিনেও বিধানসভায় বিক্ষোভ বিজেপির (BJP)। বিধানসভা চত্বরে আম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ। অন্যদিকে মালদায় (Malda) এসপি অফিসে রাতভর বিক্ষোভ (Agitation) বিজেপির।
মণিপুর প্রসঙ্গ না তুললেও মালদা ইস্যুতে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু। মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, দূরদৃষ্টি স্পষ্ট থাকলেও, অনেক সময় কাছের জিনিসকে ঝাপসা দেখেন আপনি। রাজনৈতিক দূরদৃষ্টি থাকা সত্বেও নিজেদের রাজ্যে ঘটা নৃশংস ঘটনা দেখতে পান না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -