Ram Navami 2025 Malda: রামনবমীর মিছিলে হাঁটছিলেন হিন্দুরা, মুসলিমরা তাঁদের জড়িয়ে ধরলেন, দিলেন জল-মিষ্টি! মন ভাল করা ছবি

Ram Navami Photos: মালদার এই ছবি যেন নজির হয়ে রয়ে গেল গোটা দেশের মধ্যে। প্রত্যেকেই এই ছবি দেখে সাধুবাদ জানাচ্ছেন।

মালদায় মন ভাল করা ছবি

1/10
রামনবমীকে ঘিরে যখন তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি তরজা, যখন এই দিনটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে কোনও একটি বিশেষ জাতির বলে, তখন একেবারে অন্যরকম একটা ছবি ধরা দিল মালদায়। বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে।
2/10
মালদায় রামনবমী উপলক্ষে বিশ্বহিন্দু পরিষদের কর্মসূচিতে বিরল ছবি। রামনবমীর মিছিলে জল ও মিষ্টি বিলি করলেন মালদা শহর মুসলিম কমিটির মুসলিমরা। করলেন পুষ্পবৃষ্টিও।
3/10
এদিন মালদা শহরে অস্ত্রহাতে, ডিজে বাজিয়ে শোভাযাত্রা বের হয়। রামনবমী উদযাপন সমিতির শোভাযাত্রার আয়োজন করে। হাতে গেরুয়া ধ্বজা, মুখে জয় শ্রীরাম স্লোগান তুলে মিছিলে অংশ নেন দলে দলে মানুষ।
4/10
যে রাস্তা দিয়ে শোভাযাত্রা এগোয় সেখানে একটি বিরাট মালা তৈরি করা হয়েছিল, যা দেখতে ছিল একেবারে ভারতবর্ষের মানচিত্রের মতো। ফোয়ারামোড়ে শোভাযাত্রা যখন রাস্তা ধরে এগোয়, দুই পাশে বেশ কিছু স্টল দেখা যায়, যার উপরে একটি ব্যানারে লেখা ছিল, 'ভ্রাতৃ্বের বন্ধনে আমরা'। মালদা শহর মুসলিম কমিটির তরফে ওই আয়োজন করা হয়।
5/10
শোভাযাত্রা লক্ষ্য করে রাস্তার পাশ থেকে পুষ্পবৃষ্টি করেন মুসলিমরা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের দিকে এগিয়ে দেওয়া হয় জলের বোতল। মিষ্টির প্যাকেট এগিয়ে দেওয়া হয় মিছিলে অংশগ্রহণকারীদের দিকে।
6/10
গেরুয়ার মাঝে সাদা পোশাক পরিহিত মানুষের ভিড় তখন মিলেমিশে একাকার। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, "খুব ভাল লাগছে। গর্ববোধ করছি।"
7/10
রাস্তার দু'পাশে জড়ো হওয়া মুসলিমরা বলেন, "খুব সুন্দর অনুভূতি, সম্প্রীতির অনুভূতি। এটাই ভারতবর্ষ। এত দেশের মধ্যে এটাই...এই ভারতবর্ষ আমাদের সকলের ভারতবর্ষ। আমরা সবাই এক। হিন্দু-মুসলিম ভাই-ভাই। আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই।"
8/10
চারপাশ থেকে থেকে 'জয় শ্রীরাম' ধ্বনিও উড়ে আসে। পরস্পরকে অভ্যর্থনা জানান সকলে। রবিবার রামনবমীর মিছিলে মালদায় সাম্প্রদায়িক সম্প্রীতির ওই মুহূর্ত দিনের সেরা মুহূর্ত হয়ে রয়ে গেল কার্যত। বাংলা তথা গোটা ভারতের এটাই চেনা ছবি বলে দাবি করছেন সকলে।
9/10
একদিকে ফেজ টুপি, অন্যদিকে রামনবমীর গেরুয়া পোশাক, মালদায় মিলে গেল এই দুই ছবি। মিষ্টি খেয়ে জড়িয়ে ধরলেন একে অপরকে। রামনবমী যেন শুধুই এক আনন্দ উৎসব, সেখানে কোনও হিন্দু নেই, মুসলমান নেই।
10/10
মালদার এই ছবি যেন নজির হয়ে রয়ে গেল গোটা দেশের মধ্যে। প্রত্যেকেই এই ছবি দেখে সাধুবাদ জানাচ্ছেন।
Sponsored Links by Taboola