Mamata Banerjee: লাল সোয়েটারে প্রাণচঞ্চল আজানিয়া, মমতার সঙ্গে বড়দিনের প্রার্থনায় অভিষেক-কন্যাও
শেষ বার রেড রোডের নমাজে দেখা গিয়েছিল বাবার পাশে বড়দিনের শহরে এ বার পিসি ঠাকুমার পাশে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়াকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার মধ্যরাতে কলকাতার পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলও।
কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিক কর্তাব্যক্তিদের সামনে এ দিন সকলের নজর কাড়ে ছোট্ট আজানিয়া। বড়দিন উপলক্ষে মামানসই লাল সোয়েটার পরে দেখা যায় তাকে। চোখে চশমা। গির্জার প্রার্থনার খাতায় চোখ রাখতে দেখা যায় তাকে।
মমতা-অভিষেকের পাশে মনযোগে প্রার্থনা করতেও দেখা যায় আজানিয়াকে। মমতা এবং অভিষেক যখন প্রার্থনায় ব্যস্ত, সেই সময় তাঁদের সঙ্গেই ছিল আজানিয়া।
এমনিতে সারা বছর সাদা কুর্তা অথবা সাধারণ টি-শার্টে দেখা গেলেও, এ দিন বড়দিন উপলক্ষে ওয়াইন রংয়ের শার্ট এবং তার সঙ্গে মানিয়ে কালো ব্লেজার পরে গির্জায় দেখা যায় অভিষেককে। আগাগোড়া মমতার পাশেই ছিলেন তিনি।
যত রাত বাড়ছে, বড়দিন উপলক্ষে শহর কলকাতায় ভিড় বেড়েই চলেছে। সেই আবহেই শনিবার রাতে পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা।
তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজেও সেই ছবি পোস্ট করা হয়। তাতে বলা হয়, 'আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যরাতের প্রার্থনায় যোগ দেন। আমাদের সুন্দর রাজ্য এবং দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন তাঁরা'।
এ দিন বড়দিনের সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। অ্যালেন পার্কের সামনে মানুষের ভিড়। বড়দিন উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায়। তৈরি হয়েছে ১১টি টাওয়ার। রাখা হয়েছে দু'টি QRT।
পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় রয়েছে ২০টি বাইক পেট্রোলিং। রয়েছে ১৬টি অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও, শহরের দর্শনীয় স্থানগুলির নজরদারির দায়িত্বে রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা। নিরাপত্তা খতিয়ে দেখতে টহল দেন কমিশনার গোয়েলও।
পার্ক স্ট্রিটের পাশাপাশি আলোয় আলোয় সেজে উঠেছে লেকটাউন। ক্রিস মাসের পাশাপাশি সেখানে পৌষ পার্বণ উৎসবেরও আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও বেলুড় মঠে মহাসমারোহে হল যিশুপুজো৷
সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা ধূপ ধুনো কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পূজা নিবেদন করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -