Mamata Banerjee : মাতলেন ডান্ডিয়া নাচের তালে, জৈন সমাজের অনুষ্ঠানে ভিন্ন মুডে মমতা বন্দ্যোপাধ্যায়
জৈন সমাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেন কলকাতায় মহাবীরের নামে রাস্তার নামকরণের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত মহাবীরের নির্বাণ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
যেখানে ডান্ডিয়া নাচে পা মেলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
নাচের পর চেনা মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, কী সুন্দর ডান্স করল বহিন লোগ। আমি আজ ডান্ডি নাচে পায়ে মিলায়া। আমি আজ দেখা, আজই শিখা, আজই ডান্স কিয়া।
মহাবীর জৈনের ২ হাজার ৫৫০ তম নির্বাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে তাঁর কাছে, বর্ধমানে কিছু জমি চাওয়া হয় উদ্যোক্তাদের তরফে। তাছাড়াও, কলকাতায় মহাবীর জৈনের নামে রাস্তার নামকরণের আর্জি জানান একজন। দু'ক্ষেত্রেই সম্মতি জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানের মাঝে মুখ্যমন্ত্রী বলেন, মহাবীর জৈনের গান শুনলে দিল খুশ হয়ে যায়। ইন্ডিয়া বড় রাষ্ট্র। অনেক ধর্মকা মানুষ রাহতে হ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় উক্ত্যোক্তাদের বলেন, সুখ চাই, শান্তি চাই। সবাইকে নিয়ে সমাজ। বর্ধমানে কী করতে হবে, লিখে দিন। করে দেব। পরেশনাথ মন্দিরে যা করার করে দিয়েছি।
মহাবীর জৈন জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন ৭২ বছর বয়সে। দিনটিকে পালন করা হয় মহাবীরের নির্বাণ দিবস হিসেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -