Mamata Banerjee: ধাপে ধাপে বাড়বে পুজোর অনুদান, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, লাখ ছোঁবে সামনের বছরের রেট
পুজোর আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুজো-বৈঠক থেকে রাজ্যের ক্লাবগুলির জন্য সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। ছবি সূত্র- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২-এ অনুদানের পরিমাণ ছিল ৬০ হাজার। ২৩-এ সেটা হয়েছিল ৭০ হাজার টাকা। এবার আরও ১৫ যোগ করে হল ৮৫ হাজার। ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে অনুদান দেয় রাজ্য সরকার। এবার সেই ৪৩টি পুজো কমিটিই পাবে ৮৫ হাজার করে। ছবি সূত্র- পিটিআই
এদিনের বৈঠকে রাজ্যের একাধিক পুজো কমিটি অবশ্য সমস্বরে মুখ্যমন্ত্রীকে আবেদন করে এবছরই অনুদান ১ লক্ষ করার। যদিও তা মন মতো হয়নি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 'ধাপে ধাপে দিতে হবে তো। স্ল্যাব আছে তো। একসঙ্গেই অত দেওয়া যায় না কি! এবছর সব দিয়ে দিলে পরের বছরগুলিতে কী দেব।' ছবি সূত্র- পিটিআই
এদিন কলকাতা পুলিশ এবং পৌরসভার যৌথ পুজো বৈঠক থেকে মমতা জানিয়ে দেন, এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫ হাজার করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব সরকার এর থেকে বেশি আর কী করতে পারে বলুন। ছবি সূত্র- পিটিআই
তবে ক্লাব কর্মকর্তাদের একেবারে নিরাশ করেননি মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'এবার যদি ১৫ হাজার বাড়তে পারে আগামী দিনে বলে রাখলাম, আগামী বছর ওটা এক লক্ষ করে দেব, দু বছরেরটা একসঙ্গেই বলে দিলাম'। ছবি সূত্র- পিটিআই
এর পাশাপাশি বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুজো কমিটিগুলির বিদ্যুতের বিলও ৭৫ শতাংশ মকুবের ঘোষণা করে দিল রাজ্য সরকার। ছবি সূত্র- পিটিআই
প্রসঙ্গত, পুজোর অনুদান বাবদ রাজ্য সরকারের খরচ হবে ৩৬৫ কোটি ৫০ লক্ষের বেশি টাকা। যদি একই সংখ্যক ক্লাবকে অনুদান দেওয়া হয়, তবে ২০২৫-এ টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে প্রায় ৪৩০ কোটিতে। পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপন দেবে। সেই বাবদও টাকা পাবে পুজো কমিটিগুলি। ছবি সূত্র- পিটিআই
বিরোধীরা বলছে, তৃণমূল সরকার সবসময়ই আর্থিক বঞ্চনার অভিযোগ করে। টাকার অভাবে বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজই থমকে। অথচ খেলা-মেলা-পুজোর জন্য তো এই সরকারের টাকার অভাব হয়না। সবটাই কি ভোটের স্বার্থে নয়? ক্লাবের সদস্যদের বশে রাখতেই কি সাধারণ মানুষের টাকায় এই দান খয়রাতি নয়? প্রশ্ন বিরোধীদের। ছবি সূত্র- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -