Mamata Banerjee: 'বাড়িঘর প্রশাসন দেখে নেবে, নিজে সুস্থ হোন', হাসপাতালে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
আচমকা ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গের বড় অংশ। সবচেয়ে বেশি ঝড় বয়েছে জলপাইগুড়ির উপর দিয়ে। তার মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে শতাধিক বাড়ি। এই ঝড়ে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর মিলেছে। জখম ২০০ জনেরও বেশি লোক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। কথা বলেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও দেখা করেন তিনি। আহতরা অনেকেই ভর্তি রয়েছেন হাসপাতালে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে কথা বলেন।
ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের দ্রুত চিকিৎসার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের জন্য প্রশাসনের আধিকারিক ও কর্মীদেরও প্রশংসা করেন।
মুখ্যমন্ত্রী ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় গিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। প্রথমে বার্নিশের রিলিফ ক্যাম্প পুটিমাড়ি মথুরা মোহন হাই স্কুলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। ২ মৃত ব্যক্তির বাড়ি যান। রাতভর এলাকা পরিদর্শন করেছেন তিনি।
রবিবার পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাগডোগরা বিমান বন্দরে নেমে রাতেই পৌঁছে যান জলপাইগুড়ি।
সোশাল মিডিয়ায় পোস্ট করে ম়ৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। সোমবার জলপাইগুড়ি গিয়েছে রাজ্য়পাল সিভি আনন্দ বোসও। আহত এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি।
রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় পরিস্থিতি। জলপাইগুড়ি সদর ব্লকের সেন পাড়া এলাকার দুই বাসিন্দার মৃত্য়ু হয়েছে এই ঘটনায়। তার মধ্য়ে একজনের ম়ৃত্য়ু হয়েছে গাছে চাপা পড়ে। এছাড়াও ময়নাগুড়ির বার্নিশে দুজনের মৃত্যু হয়েছে।
সেখানে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ময়নাগুড়ির ব্লকের বার্নিশ এলাকায় প্রচুর বাড়ির পাশাপাশি গাছও ভেঙে পড়ে। গাছ পড়ে ক্ষতি হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের।
ঝড়ব়ৃষ্টি হয় আলিপুরদুয়ারের জটেশ্বরেও। ঝড়ের দাপট কমতেই শুরু করা হয় উদ্ধারকার্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -