Mamata Banerjee : 'প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়' লগ্নি আনতে বিদেশসফরে মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে ঘুরে দেখলেন বিশ্ববাংলার স্টোর
দীর্ঘ ৫ বছর পর ১১ দিনের বিদেশসফর। পুজোর মুখে বিদেশযাত্রার আগে ভিন্ন মুডে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা বিমানবন্দরে বিশ্ববাংলার স্টোরে বিভিন্ন জিনিস খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
শাড়ি থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের জিনিস, ঘুরে দেখার পাশাপাশি বাংলার শিল্পকে বিদেশে ছড়িয়ে দেওয়ার ভাবনাও প্রকাশ করেন তিনি।
শাঁখে ফুঁ দেওয়ার পাশাপাশি দুর্গামূর্তিতে চোখ আঁকা থেকে শিল্পকল্পা নিয়েও মাতেন তিনি।
কলকাতা বিমানবন্দরে পৌঁছে বললেন, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি।
মুখ্যমন্ত্রী জানান, সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি।
এদিন কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন তিনি। প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর মাদ্রিদ থেকে ট্রেনে চড়ে যাবেন বার্সেলোনা। যোগ দেবেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে।
মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে রয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের একজন করে প্রতিনিধি।
লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে।
১১ দিনের বিদেশসফর সেরে আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -