Mamata On Eid : শুভেচ্ছা বিনিময় থেকে শিশুদের আদর, ইদে মুখ্যমন্ত্রী বললেন, 'দেশকে টুকরো হতে দেব না'
জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না। রেড রোডে ইদের অনুষ্ঠানে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata On Eid : শুভেচ্ছা বিনিময় থেকে শিশুদের আদর, ইদে মুখ্যমন্ত্রী বললেন, 'দেশকে টুকরো হতে দেব না'
1/9
রমজান মাসের শেষে আজ খুশির ইদ। সকালে কলকাতার রেড রোডে নমাজ পড়েন কয়েক হাজার মানুষ। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
2/9
ইদের ভাষণে একদিকে যেমন মুখ্যমন্ত্রী দিলেন সম্প্রীতির বার্তা, তেমনই নাম না করে বিজেপিকে দিলেন হুঁশিয়ারি। জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না। রেড রোডে ইদের অনুষ্ঠানে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
3/9
এরপর পার্ক সার্কাসের একটি মসজিদে যান মুখ্যমন্ত্রী। এলাকায় ঘুরে সবাইকে ইদের শুভেচ্ছা জানান।
4/9
খুশির ইদে মাতোয়ারা গোটা দেশ। মসজিদে মসজিদে চলছে বিশেষ প্রার্থনা। মমতা বন্দ্যোপাধ্যায় ছোটদের দিলেন ভালবাসা।
5/9
এদিন রেড রোডে ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এক বছর পরে দেশের ক্ষমতায় কে আসবে সেই নির্বাচন হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ। আজ সংবিধান, ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে।"
6/9
এনআরসি নিয়ে নিজের অবস্থানের কথা আগেও জানিয়েছেন তৃণমূলনেত্রী। আজ ফের একবার সেই প্রসঙ্গ তুলে তিনি জানিয়ে দিলেন, কোন রাজ্যে এনআরসি হবে জানি না, পশ্চিমবঙ্গে হবে না।
7/9
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা এপ্রিল মাস। এক বছর পর দেশে নির্বাচন। লোকতন্ত্র চলে গেলে, সব চলে যাবে। আজ সংবিধান বদলে ফেলা হচ্ছে।
8/9
এদিন রেড রোডের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও সম্প্রীতির বার্তা দেন।
9/9
রিজওয়ানুর রহমানের বাড়িতে ইদের শুভেচ্ছা জানাতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন রিজওয়ানুরের দাদা রুকবানুর ও তাঁর মা।
Published at : 22 Apr 2023 01:28 PM (IST)