Mamata Banerjee : কালীপুজোর দিনে গৃহকর্ত্রীর ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা, মা কালীর কাছে যা চাইলেন ...

Continues below advertisement

কালীপুজোর দিনে গৃহকর্ত্রীর ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা

Continues below advertisement
1/8
প্রতিবছরের মতো এবারও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো হল। কাঁসর বাজানো থেকে অতিথি আপ্যায়ন, হাসি মুখে একেবারে গৃহকর্ত্রীর ভূমিকায় ধরা দিলেন মুখ্যমন্ত্রী
2/8
ছাত্র রাজনীতির সময় থেকেই নিজেই বাড়িতে কালীপুজো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই হয়ে আসছে পুজো। কাঁসর বাজানো থেকে অতিথি আপ্যায়ন। কালীপুজোর দিনে গৃহকর্ত্রীর ভূমিকায় ধরা দেন মুখ্যমন্ত্রী
3/8
কালীপুজো উপলক্ষ্য়ে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অতিথি আপ্যায়ন করতে দেখা যায় তাঁকেও। কখনও পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্ত, কখনও যজ্ঞে আহুতি দেওয়া আবার কখনও অতিথি আপ্যায়নে পাওয়া গেল তাঁকে।
4/8
রাজ্যের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কী চাইলেন মা কালীর কাছে? রাতেই জানালেন পোস্ট করে।
5/8
লিখলেন, 'এই বছর আমার বাড়ির কালীপুজো ৪৮তম বর্ষে পদার্পণ করেছে। আমার জীবনের আনন্দ-বেদনায়, সুদিনে-দুর্দিনে আমি বিশ্বাস এবং ভক্তির সাথে— ধৈর্যের জন্য আশ্রয় নিয়েছি মা কালীর রাতুল চরণে। '
Continues below advertisement
6/8
বললেন, তাঁর সব প্রার্থনা মানুষের জন্যই। ''এই পুণ্যলগ্নে বাংলার আপামর জনতার উপর বর্ষিত হোক মায়ের অপার স্নেহ— মায়ের কাছে এই প্রার্থনা আমার। তিনি যেন সবার জীবনে সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন। ''
7/8
চাইলেন , '' মা কালীর করুণাধারায় মুছে যাক সব অন্ধকার, সব হিংসা-বিদ্বেষ। দীপের আলোয় আলোকিত হোক বঙ্গবাসীর জীবন, প্রদীপ-শিখার পরশে জেগে উঠুক ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের বন্ধন। ''
8/8
এদিন বিকেলে, লেক কালীবাড়িতে পুজো দিতে যান অভিষেক। মায়ের পায়ে ফুল, মালা দিয়ে, মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি।
Sponsored Links by Taboola