Mamata Banerjee: দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থাকাণ্ডে কলকাতায় প্রতিবাদ মমতার
Mamata on Delhi Wrestlers harassment Issue: দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থা, কলকাতায় প্রতিবাদ তৃণমূলের। কী বললেন মমতা ?
দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থাকাণ্ডে কলকাতায় প্রতিবাদ মমতার
1/11
দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থা, কলকাতায় প্রতিবাদ তৃণমূলের। রাজপথে নামলেন মমতা।
2/11
ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে বলেন,'দিল্লিতে নন্দলাল সরকার চলছে।'
3/11
মূলত, রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে, আন্দোলনকারী কুস্তিগিরদের কর্মসূচি ঘিরে যন্তরমন্তরে তুলকালাম বেধে যায়।
4/11
ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ বেশ কয়েক জন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগির সহ ১০৯ জনকে টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে।
5/11
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ ঘিরে, দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
6/11
গত সোমবার যন্তর মন্তরের আঁচ এসে পড়েছিল কলকাতার রাজপথে। কুস্তিগিরদের ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে রাজভবন অভিযান করেছিল SUCI।
7/11
ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বেধে গিয়েছিল। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল।
8/11
এসইউসিআইয়ের কলকাতার জেলা সম্পাদক সুব্রত গৌরী জানিয়েছেন, 'যেভাবে দিল্লির পুলিশ কুস্তিগিরদের হেনস্থা করেছে তার প্রতিবাদে এই বিক্ষোভ।'
9/11
এদিকে, আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খালি করে দেওয়া হয়েছে যন্তর মন্তর চত্বর।
10/11
অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক বলেন, 'আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইছিলাম। করতে তো দিলই না, যন্তরমন্তর থেকে ১০ পা দূরেই ব্যারিকেড করা ছিল। আমরা আবেদন করেছিলাম যেতে দিন...আমরা এগোতেই বাধা দেয়, ধাক্কা দেয়, আমাদের আটক করতে শুরু করে...জোর করে আমাদের বাসে তুলে নিয়ে যায়।'
11/11
দিল্লি পুলিশের দাবি, বারবার আবেদন করা সত্ত্বেও আইন ভেঙেছিলেন আন্দোলনকারীরা। ডিসিপি সুমন নালওয়া জানিয়েছেন, 'আলোচনা সত্ত্বেও ওঁরা কিছু শুনতে চাননি, এরপরেও যখন এসব করার চেষ্টা করছিলেন, তখন আটক করতে হয়। আটকের সময় বাধা দেন। আমাদের মহিলা পুলিশ বাধা সত্ত্বে আটক করে।'
Published at : 01 Jun 2023 06:57 PM (IST)