Rath Yatra 2024: 'আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি, জগন্নাথদেব আমাদের অতি প্রিয়', ISKCON-এ রথের দড়িতে টান মমতার
আজ রথযাত্রা । মহা সমারোহে বাংলায় পালিত হচ্ছে দিনটি। ইস্কনে রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppISKCON-এ রথের দড়িতে টান দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বহু ভক্ত রথযাত্রা উৎসবে শামিল হন। 'জয় জগন্নাথ' স্লোগান তোলেন তাঁরা।
মুখ্যমন্ত্রীকে আরতি করতে দেখা যায়। এরপর জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা কাছে প্রার্থনা করেন তিনি।
প্রার্থনার পর ISKCON-এর সন্ন্যাসী ও ভক্তদের সঙ্গে রথের দড়িতে টান দেন।
ISKCON-এ রথযাত্রার সামনে মহিলাদের নৃত্যপরিবেশন অনুষ্ঠানও দেখা যায়। এরপর সন্ন্যাসী ও ভক্তরা শহরের বিভিন্ন রাস্তায় টেনে নিয়ে যান রথ।
এদিন ISKCON-এ রথযাত্রায় শামিল হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি। জগন্নাথদেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়।'
তিনি বলেন, 'বাংলার অর্ধেক লোককে আজ পুরীতে জগন্নাথ দর্শনে দেখা যাবে। কখনো ISKCON-এ, কখনো মাহেশে, কখনো পুরীতে...বিভিন্ন জায়গায়।'
আগামী বছর থেকে দিঘাতেও রথযাত্রা শুরু হবে বলে জানান মমতা। সকলকেই আগাম আমন্ত্রণ রইল।
এই রথ ভক্তদের জন্য ময়দানে রাখা থাকবে। ৮ দিন পর ফিরিয়ে আনার আগে অবধি থাকবে। ততদিন ভক্তরা এর দর্শন করতে পারবে।
এদিকে রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। একদিনেই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব। সৈকত শহরে কার্যত এখন জনজোয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -