Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rath Yatra 2024: রথযাত্রায় লোকারণ্য, মহাধুমধামে পালন রাজ্যজুড়ে
রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। মাহেশ, গুপ্তিপাড়া থেকে মায়াপুর, মহিষাদল - সর্বত্রই ভক্তদের ঢল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিন্টো পার্কে ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। অ্য়ালবার্ট রোড থেকে শুরু হয়ে রথ পৌঁছয় ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে। ৭ দিন পর এখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা।
ইস্কনের রথযাত্রা উপলক্ষ্যে নদিয়ার মায়াপুরে ভক্তদের উপচে পড়া ভিড়। হাজির দেশ-বিদেশের পর্যটকরা।
৬২৮ বছরে পড়ল হুগলির মাহেশের রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৬ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট।
পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।
রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল হুগলির গুপ্তিপাড়ায়। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ মতান্তরে পিতাম্বরানন্দ।
ইসকনের রথযাত্রাকে ঘিরে মাতোয়ারা বাঁকুড়া শহর। সকালে লালবাজার থেকে ইসকনের রথ বের হয়। রথ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
বিকেলে কোচবিহারে মদনমোহনের রথ যাত্রার সূচনা হয়। ১০০ বছরের বেশি সময় ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে কোচবিহার রাজাদের কুলদেবতা মদনমোহনের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশ্যে রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -