Mamata Banerjee:'আমি এখনও খনার বচন মানি.....', কী উপদেশ দিলেন মমতা?
'তৃণমূলের ইতিহাসটা পুরনোদের কাছ থেকে নতুনদের জানতে হবে। বহুদিন সহ্য করার পর কংগ্রেস ভেঙে তৃণমূল গড়ি'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন যেমন বাম-রাম হয়ে গিয়েছে। তখন আমরা বলতাম 'করমুজ'। সিপিএম-এর বি টিম বলতাম কংগ্রেসকে।
'কোনওদিন সরাসরি বিজেপি করিনি। যা করেছি জানিয়ে করেছি।'
আমরা সংবিধান মেনে চলব। সংবিধান সব বলে দিয়েছে। আজ ইতিহাস, ভূগোল ভুলিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা বদলে দেওয়া হচ্ছে'
'স্বামী বিবেকানন্দ উন্নততর মানুষ গড়ার কথা বলতেন। উন্নততর জীবনটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই জীবনটা কিছু করে যাওয়ার জন্য।'
'আমি যখন এমপি ছিলাম। ৯১ থেকে আমি কখনও এক্সিউটিভ ক্লাসে চড়িনি....আমি এক একটা প্লেন ট্র্যাভেলে ৮-১০ হাজার টাকা করে লস করতাম। তাতে আমার যায় আসেনি।'
'চুরি আমায় কেন করতে হবে? আমি তো পার্লামেন্ট থেকে ৭ বারের এমপি ছিলাম। আমার পেনশন ১ লক্ষ টাকার বেশি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবেও তো দেড় লক্ষ টাকা করে পেতে পারি। মিনিমাম আমি বললাম...এগারো বছর গুনে দেখুন...এক পয়সাও আমি নিইনি। আমি একটি এক্সিভিশন করে পেইন্টিং করে ৬-৭ কোটি টাকা পেতে পারি। এখন তো করি না। আগে পার্টির খরচের জন্য করতাম। তখন পয়সা ছিল না। আমার ১০০-র বেশি বই বেরিয়েছে। আমি প্রতিবছর রয়্যালটি পাই। গানের সিডি বেরিয়েছে। সেখান থেকে রয়্যালটি পাই।'
'আমাকে কাউকে হেল্প করতে হয় না। কাউকে আমাকেও হেল্প করতে হয় না। আমার বাড়ির বউদের প্রশংসা করি। আমি পাড়ার দোকান থেকে মাথার ক্লিপ কিনে দিলে তাতেই খুশি। একটা পুজোতে শাড়ি দিলে মুখটা হাসিতে জ্বলজ্বল করে। কারণ তাঁরা এভাবেই তৈরি হয়েছে।'
'কেউ সমস্যার কথা জানালে সেটাও দেখে নিতে হবে। মাথা নত করে সবার সমস্যা শুনতে হবে। লোভ সংবরণ করতে হবে, লোভ সামলাতে শিখতে হবে।'
'আমি এখনও খনার বচন মানি। খালি পেটে জল, ভরা পেটে ফল।' কর্মীদের সুস্থ থাকার পরামর্শ দিলেন মমতা। ছবি: AITC-ফেসবুক পেজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -