Mamata Banerjee: 'বেইমানির রাজনীতি করি না, জীবন দিতেও রাজি', বললেন মমতা
রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের সঙ্গে তরজা চলছেই। সেই আবহে বঙ্গবাসীকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, তিনি বেইমানির রাজনীতি করেন না। মানুষের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার নেতাজি ইন্ডোরে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখান থেকেই রাজ্যবাসীকে বার্তা দেন। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভেদাভেদের প্রশ্ন ওঠে না বলে জানালেন।
এ দিন মমতা বলেন, আমি মানুষের মধ্যে ভেদাভেদ পছন্দ করি না। জাত-ধর্ম দেখি না। মানুষের অধিকারের পক্ষে আমি।
সম্প্রতি ফের শুরু হয়েছে দুয়ারে সরকার। সেখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখাতেও সকলকে আর্জি জানান। এ নিয়ে তৈরি হওয়া ধন্দও দূর করেন।
আধার বা ভোটার কার্ডে নাম না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার মিলবে বলে জানান মমতা। তিনি বলেন, ভোটার তালিকায়, আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে না বলে ভুলভাল কথা ছড়াচ্ছে অনেকে। বাজে কথা। আমরা ওসব মানি না।
মমতা আরও বলেন, যে আধার কার্ড করাবে, করাতে পারে। দুয়ারে সরকার চলছে। ওতে একটি প্রভিশন আছে। ভোটার, আধার না করালে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বাংলা থেকে এমন কখনও বলা হবে না।
জিএসটি থেকে ১০০ দিনের প্রকল্প এবং সরকারি খাতে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন চলছে মমতা সরকারের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সরকারি চাকুরেদের বেতন দিতেও রাজ্যকে হিমশিম খেতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিরোধী দল বিজেপি।
কিন্তু এ দিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা মানুষের অধিকার দিচ্ছি, দেব। মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি আমি। মানুষের সঙ্গে বেইমানি করে কখনও রাজনীতি করব। তেমন চরিত্র নয় আমার। আমি মানুষে মানুষে ভেদাভেদ পছন্দ করি না।
পঞ্চায়েত ভোটের আগে প্রান্তিক মানুষের হাতে জমির পাট্টা বিলি করা হবে বলেও এ দিন ঘোষণা করেন মমতা।
এ দিন নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা। বলেন, রাজনীতির নাম করে বাংলাকে বদনাম করে যারা, আর বাংলার নামে প্রতিদিন চিঠি পাঠিয়ে ১০০ দিনের কাজের টাকা দেবেন না, সব বন্ধ করে দিন, অর্থনীতিকে অবরুদ্ধ ব্লক করে দিন, যারা লিখছে এই চিঠিগুলি, তাদের নাম না করে বলি...তাদের নাম বলতেও আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -