Mamata Banerjee: অমিতাভকে রাখি পরালেন মমতা, বচ্চন পরিবারকে 'দুর্গাপুজোয় আসার আমন্ত্রণ' মুখ্যমন্ত্রীর
Mumbai Mamata Amitabh : বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে পৌঁছেই জলসায় হাজির হন মমতা। ফটক টপকে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়।
অমিতাভকে রাখি পরালেন মমতা, বচ্চন পরিবারকে 'দুর্গাপুজোয় আসার আমন্ত্রণ' মুখ্যমন্ত্রীর
1/10
মায়ানগরীতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন। তার আগে, 'জলসা'য় পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
2/10
মুম্বইয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো 'জলসা'। বৃহস্পতিবার বিকেলে সেখানে পৌঁছন মমতা।
3/10
'জলসা'র ফটক পেরিয়ে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। অমিতাভকে রাখি পরালেন মমতা। (Rakhi Purnima)
4/10
বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে পৌঁছেই 'জলসা'য় হাজির হন মমতা। ফটক টপকে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। বেশ খানিক ক্ষণ সেখানে ছিলেন মমতা। তার পর বেরিয়ে আসার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন।
5/10
এদিন মমতা বলেন, 'অমিতাভ বচ্চন ভারতরত্ন। আমি অন্তত তা-ই বলি। আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই ভারতরত্ন ঘোষণা করতাম ওঁকে।'
6/10
মমতা আরও বলেন, 'আজ এখানে এসেছিলাম। রাখি বেঁধেছি ওঁকে। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলে একসঙ্গে ছিলেন। আমার সঙ্গে অনেক কথা হল। পুরনো দিন নিয়ে আড্ডা হল।'
7/10
মুখ্যমন্ত্রীর সংযোজন, 'কলকাতায় জীবন শুরু করেছিলেন অমিতাভজি। জয়াজি আমাদের কাছে আজও নায়িকা। ওঁর ধন্যি মেয়ে ছবিটি খুব জনপ্রিয়।'
8/10
' আমি এই পরিবারকে খুব ভালবাসি। দুর্গাপুজোয় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি', বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
9/10
'জলসা' থেকে বেরিয়ে মমতা জানান, কলকাতা চলচ্চিত্র উৎসবে বরাবরের মতো হাজির থাকবেন অমিতাভ। এছাড়াও শাহরুখ, সলমন থাকবেন। দেখা যাবে অনিল কপূরকেও।
10/10
উল্লেখ্য, প্রায় প্রতিবছরই কলকাতায় আসেন অমিতাভ, জয়া। কলকাতা চলচ্চিত্র উৎসবে বচ্চন পরিবারের উপস্থিতি দেখা যায় প্রতিবারই।
Published at : 30 Aug 2023 08:18 PM (IST)