Mamata Banerjee: অমিতাভকে রাখি পরালেন মমতা, বচ্চন পরিবারকে 'দুর্গাপুজোয় আসার আমন্ত্রণ' মুখ্যমন্ত্রীর
মায়ানগরীতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন। তার আগে, 'জলসা'য় পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো 'জলসা'। বৃহস্পতিবার বিকেলে সেখানে পৌঁছন মমতা।
'জলসা'র ফটক পেরিয়ে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। অমিতাভকে রাখি পরালেন মমতা। (Rakhi Purnima)
বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে পৌঁছেই 'জলসা'য় হাজির হন মমতা। ফটক টপকে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। বেশ খানিক ক্ষণ সেখানে ছিলেন মমতা। তার পর বেরিয়ে আসার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন।
এদিন মমতা বলেন, 'অমিতাভ বচ্চন ভারতরত্ন। আমি অন্তত তা-ই বলি। আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই ভারতরত্ন ঘোষণা করতাম ওঁকে।'
মমতা আরও বলেন, 'আজ এখানে এসেছিলাম। রাখি বেঁধেছি ওঁকে। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলে একসঙ্গে ছিলেন। আমার সঙ্গে অনেক কথা হল। পুরনো দিন নিয়ে আড্ডা হল।'
মুখ্যমন্ত্রীর সংযোজন, 'কলকাতায় জীবন শুরু করেছিলেন অমিতাভজি। জয়াজি আমাদের কাছে আজও নায়িকা। ওঁর ধন্যি মেয়ে ছবিটি খুব জনপ্রিয়।'
' আমি এই পরিবারকে খুব ভালবাসি। দুর্গাপুজোয় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি', বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'জলসা' থেকে বেরিয়ে মমতা জানান, কলকাতা চলচ্চিত্র উৎসবে বরাবরের মতো হাজির থাকবেন অমিতাভ। এছাড়াও শাহরুখ, সলমন থাকবেন। দেখা যাবে অনিল কপূরকেও।
উল্লেখ্য, প্রায় প্রতিবছরই কলকাতায় আসেন অমিতাভ, জয়া। কলকাতা চলচ্চিত্র উৎসবে বচ্চন পরিবারের উপস্থিতি দেখা যায় প্রতিবারই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -