Mamata Banerjee: এগরায় ঝটিকা সফর, দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

এগরায় ঝটিকা সফর, দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

এগরায় মমতা

1/10
এগরা বিস্ফোরণকাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হয়েছে হোমগার্ডের চাকরি। বিস্ফোরণকাণ্ডে দুঃখপ্রকাশ করে, ক্ষমাও চান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, বেআইনি বাজি কারখানা বন্ধ করতে গ্রিন বাজির ক্লাস্টার তৈরির করবে রাজ্য সরকার। এই নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।
2/10
দুঃখপ্রকাশ করলেন, ক্ষমা চাইলেন। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন। তুলে দিলেন আর্থিক সাহায্য, চাকরিতে যোগদানের নথি। পাশে থাকার আশ্বাসও দিলেন।
3/10
এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্য়ু হয়েছে। সেই ঘটনার ১১ দিন বাদে হেলিকপ্টারে সেখানে পৌঁছলেন মুখ্য়মন্ত্রী।
4/10
কিন্তু তাঁর ঝটিকা সফরে কি ক্ষোভ মিটল? বেআইনি বাজি কারখানায় মর্মান্তিক মৃত্য়ু নিয়ে বিরোধীদের প্রবল চাপের মুখে আতঙ্কমাখা খাদিকুলে গিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, বেআইনি বাজি কারখানা বন্ধ করতে এবার গ্রিন বাজির ক্লাস্টার তৈরি করবে রাজ্য সরকার। ১১ দিন পর খাদিকুলে মুখ্য়মন্ত্রী। এই নিয়ে কটাক্ষ অধীর-সুকান্তর।
5/10
এদিন বিস্ফোরণস্থলে না গেলেও, সেখান থেকে দেড় কিলোমিটার দূরে বিস্ফোরণকাণ্ডে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেক ও চাকরির নথি বিলির বিষয়টি নিজেই তদারকি করতে দেখা যায় তাঁকে। সবমিলিয়ে এগরা বিস্ফোরণকাণ্ডের পর এখনও এখনও ধিকি ধিকি করে জ্বলছে রাজনীতির আগুন। এগরা বিস্ফোরণকাণ্ড চোখ খুলে দিয়েছে। এই নিয়ে রাজনীতির জল ঘোলা করেছে অনেকে।
6/10
খাদিকুলে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এই মন্তব্য়ই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানলেন গোয়েন্দা ব্য়র্থতার কথাও। মুখ্যমন্ত্রীর দাবি, এগরায় রাজনীতি করতে আসেননি! এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।
7/10
বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ! ১১ জনের মৃত্যু!উত্তাল রাজ্য-রাজনীতি! এই অবস্থায় মুখ্য়মন্ত্রী বললেন এগরার ঘটনা চোখ খুলে দিয়েছে। যা নিয়ে তীব্র কটাক্ষের সুর কংগ্রেসের গলায়।
8/10
জেলায় জেলায় যখন লাগাতার অস্ত্র, বোমা উদ্ধার হচ্ছে, ঠিক তখন এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে চলছে রাজনৈতিক সংঘাত। বিরোধীরাও পাল্টা প্রশ্ন তুলছে, এই ঘটনাকে রাজনীতির সংস্পর্শ থেকে দূরে রাখাই যদি উদ্দেশ্য হয়, তাহলে কেন এগরা বিস্ফোরণকাণ্ডের পরে বিজেপিকে জড়িয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী?
9/10
কিন্তু, ভানু বাগের অবৈধ কারখানায় শুধু বাজি তৈরি হত না বোমা? গ্রামের মধ্যে বিপজ্জনক কাজ চলছে, তা কি জানত না পুলিশ? ভানুর সঙ্গে যোগসাজশের জন্যই কি পুলিশ সব জেনেও চুপ করে ছিল?
10/10
সিপিএম, বিজেপি থেকে কংগ্রেস - এগরা বিস্ফোরণকাণ্ডের পরে সবাই যখন পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তখন খাদিকুলের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও মানলেন গোয়েন্দা ব্যর্থতার কথা। সঙ্গে সতর্ক করে দিলেন পুলিশকেও।
Sponsored Links by Taboola