Mamata Banerjee: বন্যা কবলিত এলাকা পরিদর্শনের ফাঁকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভিটেয় মুখ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন বিভিন্ন জেলায় পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হুগলির পুরশুড়া, গোঘাট-আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিনই হুগলির কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন তিনি।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য হুগলিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
সেই জন্য়ই সেই জেলাতেই কামারপুকুরে অবস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটেয় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সবার সঙ্গে আলাপচারিতা করেন তিনি।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভিটে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
প্রবল বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে বন্য়া পরিস্থিতি। পুরশুড়া ও ঘাটালে পরিস্থিতি পরিদর্শনের পর ফের ম্য়ান মেড বন্য়ার অভিযোগে সরব হলেন মুখ্য়মন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, '২০০৯ সালের পর থেকে এত জল কোনও দিন ছাড়েনি। সাড়ে ৩ লক্ষ কিউসেক জল ছেড়েছে। মানে ম্য়ান মেড ফ্লাড। পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্য়কে বাঁচানোর জন্য়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -