Tallah bridge: নতুন নামে, নতুন রূপে আত্মপ্রকাশ, কীভাবে গড়ে উঠল টালা ব্রিজ?
২০২০ সালের ৩১ জানুয়ারি বন্ধ হয়েছিল। আজ ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ফের পথ চলা শুরু করল টালা ব্রিজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন নামে আত্মপ্রকাশ করল টালা ব্রিজ। তার নাম এখন থেকে হেমন্ত সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই ব্রিজের উদ্বোধন করলেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাটে ব্রিজ-বিপর্যয়ের পর কলকাতার সবকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়। সেই রিপোর্ট দেখে ২০১৯-এর অক্টোবরে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রিজ বন্ধ হয়ে গেলেও সেই বছর ফেব্রুয়ারি মাসের শেষে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়।
চার লেনের নতুন টালা ব্রিজ লম্বায় ৭৫০ মিটার দীর্ঘ। তৈরি করতে খরচ হয়েছে ৫০৪ কোটি টাকা।
টালা আগের ব্রিজটি ছিল ২ লেনের। এটা ৪ লেনের। ভারবহনের ক্ষমতাও অনেক বেশি। নতুন ব্রিজের দৈর্ঘ ৭৫০ মিটার।
লালবাজার সূত্রে খবর আপাতত ভারী গাড়ি চলবে না। তবে ফোর লেন ব্রিজ। পুজোর আগে ভিড় সামাল দেওয়া যাবে, মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
নতুন টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -