Tallah bridge: নতুন নামে, নতুন রূপে আত্মপ্রকাশ, কীভাবে গড়ে উঠল টালা ব্রিজ?
Tallah bridge Update: ২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাটে ব্রিজ-বিপর্যয়ের পর কলকাতার সবকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়। সেই রিপোর্ট দেখে ২০১৯-এর অক্টোবরে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
মমতার হাত ধরে আত্মপ্রকাশ টালা ব্রিজের
1/8
২০২০ সালের ৩১ জানুয়ারি বন্ধ হয়েছিল। আজ ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ফের পথ চলা শুরু করল টালা ব্রিজ।
2/8
নতুন নামে আত্মপ্রকাশ করল টালা ব্রিজ। তার নাম এখন থেকে হেমন্ত সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই ব্রিজের উদ্বোধন করলেন।
3/8
২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাটে ব্রিজ-বিপর্যয়ের পর কলকাতার সবকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়। সেই রিপোর্ট দেখে ২০১৯-এর অক্টোবরে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
4/8
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রিজ বন্ধ হয়ে গেলেও সেই বছর ফেব্রুয়ারি মাসের শেষে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়।
5/8
চার লেনের নতুন টালা ব্রিজ লম্বায় ৭৫০ মিটার দীর্ঘ। তৈরি করতে খরচ হয়েছে ৫০৪ কোটি টাকা।
6/8
টালা আগের ব্রিজটি ছিল ২ লেনের। এটা ৪ লেনের। ভারবহনের ক্ষমতাও অনেক বেশি। নতুন ব্রিজের দৈর্ঘ ৭৫০ মিটার।
7/8
লালবাজার সূত্রে খবর আপাতত ভারী গাড়ি চলবে না। তবে ফোর লেন ব্রিজ। পুজোর আগে ভিড় সামাল দেওয়া যাবে, মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
8/8
নতুন টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা।
Published at : 22 Sep 2022 10:15 PM (IST)