Mass Agitation For RG Kar Doctor Death: দেশজুড়ে নারী স্বাধীনতার ডাক, লুম্পেনরাজ নিপাত যাক
Agitation For RG Kar: আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল মহিলাদের তরফে। রাজ্যজুড়ে এই আন্দোলনের কথা থাকলেও সীমানা ছাড়িয়ে তা ছড়িয়ে পড়ল দেশজুড়ে।
নারী বলে কি ভয় পাবে না দুষ্কৃতীরা?
1/10
প্রথমে কলকাতায় যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড, কলেজ স্ট্রিট ও শ্যামবাজার সহ বেশ কয়েকটি জায়গায় শান্তিপূর্ণ আন্দোলন হওয়ার কথা ছিল।
2/10
কিন্তু, তারপর সোশ্যাল মিডিয়াতে নিমিষে ভাইরাল হয়ে যায় এই আন্দোলনের কর্মসূচি।
3/10
কলকাতা শহরের পাশাপাশি বিভিন্ন জেলাতেও শান্তিপূর্ণভাবে গান ও কবিতার মাধ্যমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন মহিলারা।
4/10
বুধবার সন্ধ্যা থেকে খবর আসতে আরম্ভ করে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলনে নামছেন মানুষ।
5/10
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলনের ঝাঁজও। কলকাতার রাজপথে দেখা যায় রেনেসাঁ।
6/10
বেনজির আন্দোলনের সাক্ষী হয় সারা বিশ্ব। বিভিন্ন জায়গা স্লোগান উঠতে শুরু করে রাজপথে নারী, হাতে প্রতিবাদের তরবারি।
7/10
কলকাতা থেকে জেলা. পথে পথে প্রতিবাদ শঙ্খনাদ শোনা যায়।
8/10
আওয়াজ ওঠে মাঠে নেমেছে মাতৃশক্তি, তাই আর ফিসফিস নয় গর্জন।
9/10
দুষ্কৃতীদের হামলার পাশাপাশি বৃষ্টি পড়তে শুরু করে। কিন্তু তাতেও আন্দোলনে চলেছে বেশ কিছু জায়গায়।
10/10
অরাজনৈতিক ভাবে শুরু হওয়া এই আন্দোলনকে ভেঙে দিতে মাঝরাতে আচমকা আরজি কর হাসপাতালের ভেতরে ঢুকে হামলা চালাল দুষ্কৃতীরা।
Published at : 15 Aug 2024 02:57 AM (IST)