North Bengal Weather : দার্জিলিং বেড়াতে যাচ্ছেন? মাটি করতে পারে দুর্যোগ
যাঁরা পুজোর পর পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, তাঁদের জন্য মন খারাপের খবর শোনাচ্ছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে পাহাড় ও তরাই।
প্রবল বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।
বুধবারে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। মূলত কালিম্পংয়ের পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
মালদা ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ও দু'এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বুধবারের মধ্যে।
উত্তরবঙ্গে এবং সিকিমে প্রবল বৃষ্টির ফলে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা।
উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। যে সমস্ত শস্য জমিতে রয়েছে সেগুলির ক্ষতি হতে পারে।
রাস্তায় দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যাবে। এর ফলে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -