Metro: যাত্রা শুরুর অপেক্ষায় জোকা-তারাতলা মেট্রো, মোদির উদ্বোধনের আগে কেমন সাজে সাজল স্টেশন?
দীর্ঘ অপেক্ষার অবসান। জোকা–তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধন হবে আগামীকাল। উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সেজে উঠেছে জোকা-তারাতলা মেট্রো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজোকা-তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে মোট ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
২৪৭৪ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই প্রকল্পটি। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অংশ এটি। ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা মেট্রো স্টেশন চত্ত্বর। তার সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
ইতিমধ্যেই ট্রায়াল রান হয়ে গিয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মেট্রো রেলের উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই যাত্রা শুরু হয়ে যাবে।
এই জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধন ঘিরে যাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই প্রথম বেহালার মানুষ মেট্রো পরিষেবার সুযোগ পাবেন। প্রথমে তারাতলা পর্যন্ত মেট্রো চালু হলেও পরে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ চলছে।
জোকা থেকে তারাতলা মেট্রোপথ তৈরি হয়েছে কেন্দ্র–রাজ্যের যৌথ উদ্যোগে। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত থাকার কথা। ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -